Skip to content

জানুন সমুদ্রশাস্ত্র মতে কোন হাত চুলকালে মিলবে প্রচুর টাকা আসার ইঙ্গিত

    img 20220915 180839

    এমন অনেকেই আছেন, যারা কঠোর পরিশ্রম করলেও, সেভাবে তাঁদের পরিশ্রমের মূল্য পান না। আবার এমনও অনেক আছেন, যারা সামান্য পরিশ্রম করেই, জীবনে বেশ উন্নতি করতে সক্ষম হয়। তবে এই কঠোর পরিশ্রমকারী ব্যক্তিদের জীবনে যদি হঠাৎ করে এমন কিছু আসে, যা আপনাকে প্রচুর অর্থের (money) সন্ধান এনে দিতে পারে, তাহলে কেমন হয়!

    সামুদ্রিক শাস্ত্র (samudrik shastra) বলছে, যদি কোন ব্যক্তির হাত চুলকাতে শুরু করে তাহলে বুঝবেন সেই ব্যক্তির কাছে খুব শীঘ্রই প্রচুর পরিমাণে অর্থের আগমন হতে চলেছে। এক্ষেত্রে যদি আপনার বাম হাতে চুলকায়, তাহলে বুঝবেন শীঘ্রই আপনার হাতে প্রচুর পরিমাণে অর্থের আগমন হতে চলেছে। আর যদি কোন ব্যক্তির ডান হাতে চুলকায়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির লক্ষ্মী লাভের বদলে লক্ষী ব্যয় হবে। কোন মাধ্যমে কিংবা হয়ত বিনা কারণেই সেই ব্যক্তির কাছে থেকে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে।

    img 20220915 180910

    এখানেই শেষ নয়, এই সমুদ্রশাস্ত্র (samudrik shastra) মতে, শুধুমাত্র মানুষের হাতই নয়, শরীরের অন্যান্য অংশ চুলকানোর সঙ্গেও বেশ কয়েকটি বিষয় জড়িত রয়েছে। যদি কোন ব্যক্তির পা চুলকায় তাহলে বুঝতে হবে, সেই ব্যক্তির বেড়াতে যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। অর্থাৎ, খুব শীঘ্রই তিনি কথাও বেড়াতে যেতে পারেন।

    img 20220915 181038

    আবার যদি কোন ব্যক্তির পেট চুলকায়, তাহলে সেই ব্যক্তির আশেপাশে মানুষজনের সঙ্গে সম্পর্ক ভাঙার সম্ভাবনা থেকে যায়। সেই কারণে পেট চুলকালে ব্যক্তিকে একটু সাবধানে থাকতে হবে। আবার কারো যদি স্বপ্নে বুকে চুলকানি হয়, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির পৈতৃক সম্পদ শীঘ্রই প্রাপ্তির সম্ভাবন রয়েছে। আর যদি কোন ব্যক্তির চোখ চুলকায়, তাহলে সেই ব্যক্তির প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।