সম্প্রতি বিশ্বের সবচেয়ে বিতর্কিত সোশ্যাল মিডিয়া প্রভাবশালী এবং প্রাক্তন কিকবক্সার অ্যান্ড্রু টেইট (Andrew Tait) খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। বিষয়টা হল, সংযুক্ত আরব আমিরাতের একটি মসজিদে নামাজ পড়ার সময় যুক্তরাজ্যের লুটনের বাসিন্দা অ্যান্ড্রুর একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যা নিয়েই আলোচনার সূত্রপাত। অন্যদিকে নিজেকে নিয়ে তৈরি হওয়া আলোচনার মাঝে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Gettr-এর মাধ্যমে নিজেকে মুসলিম দাবি করে আলোচনা বন্ধ করে দিয়েছেন অ্যান্ড্রু টেট।
অ্যান্ড্রু টেইট (Andrew Tait) বলেন, যে সকল খ্রিস্টান যারা কল্যাণে বিশ্বাস করে এবং শয়তানের বিরুদ্ধে প্রকৃত লড়াই বোঝেন তাঁদের ইসলাম ধর্ম গ্রহণ করা উচিত। অ্যান্ড্রু আরও বলেন, ধৈর্য ধরুন, আল্লাহর প্রতিটি ওয়াদা সত্য।
My brother – MashAllah pic.twitter.com/TF5trRYR07
— Tam Khan (@Tam_Khan) October 24, 2022
সম্প্রতি দুবাইতে সাবেক এমএমএ ফাইটার ট্যাম খানের সঙ্গে দেখা গিয়েছে অ্যান্ড্রু টেইটকে। এখানেই শেষ নয়, স্যোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে অ্যান্ড্রুকে নামাজের পদ্ধতি শেখাচ্ছে ট্যাম খান।londonworld.com এর মতে, অ্যান্ড্রু’র সম্পর্কে ট্যাম খান বলেছেন, ‘আমরা চেয়েছিলাম যে শাহাদার প্রক্রিয়াটি কোনওভাবেই সোশ্যাল মিডিয়া বা পডকাস্টে দেখা যাবে না, কারণ লোকেরা এটিকে প্রচারের স্টান্ট বলবে। পৃথিবীতে কেউই সম্পূর্ণ নিখুঁত নয়। তবে অ্যান্ড্রুর শুধু পরিষ্কার হৃদয়ই নয়, মহৎ উদ্দেশ্যও রয়েছে। প্রথমবারের মত মসজিদে নামাজ পড়েছেন অ্যান্ড্রু’।
জানিয়ে রাখি, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে জন্মগ্রহণ করেছিলেন ব্রিটিশ-আমেরিকান অ্যান্ড্রু টেইট (Andrew Tait)। যুক্তরাজ্যের লুটনে বেড়ে ওঠার সময় তিনি কিক বক্সার হিসেবে ক্যারিয়ার শুরু করেন। এমনকি কিক বক্সিংয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি।