Skip to content

‘খড়কুটো’র রিপিট দেখা যেতে পারে ‘মিঠাই’ ধারাবাহিকে! মিঠাইর মৃত্যুর খবর পেতেই উত্তপ্ত নেটদুনিয়া

    img 20221104 143120

    একসময় টিআরপির তালিকায় স্থান ছিল একদম প্রথমে। আর এখন কোনরকমে জায়গা হয় দশের মধ্যে। প্রথমদিকের সেই ‘মিঠাই’ (mithai) ক্রেজ আর দর্শকদের মধ্যে দেখা যাচ্ছে না। কোথায় যেন একটা একঘেয়েমি হয়ে গিয়েছে জি বাংলার ধারাবাহিক (serial) ‘মিঠাই’র গল্প। সেই কারণে গল্পে নতুন নতুন মোড় আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ধারাবাহিক নির্মাতারা।

    img 20221104 143216

    তবে সম্প্রতি সময়ে দেখানো হচ্ছে, ‘সিধাই’ জুটির সন্তান আসতে চলেছে মনোহরাতে। আর মিঠাইর মা হওয়ার আনন্দে স্ত্রীকে খুবই যত্নে রাখছেন সিদ্ধার্থ। আনন্দে আত্মহারা উচ্ছেবাবু স্ত্রীর খেয়াল রাখতে গিয়ে গোটা আইসক্রিম গাড়িকে তুলে নিয়ে আসছেন বাড়িতে। যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক, তাঁরা সিদ্ধার্থর এসব কান্ডকারখানা দেখে হেসে লুটোপুটি খাচ্ছে।

    img 20221104 143311

     

    মনোহরাতে ছোট্ট গোপাল আসার আনন্দের খবরের মাঝেই এক দুসংবাদের গুঞ্জন উঠেছে টেলিপাড়ায়। শোনা গিয়েছে, এবার নাকি ‘মিঠাই’ (mithai) গল্পে সমাপ্ত হতে চলেছে মিঠাই আর সিদ্ধার্থের চরিত্র। শোনা গিয়েছে, মাঝে কিছুটা বিরতি দেখিয়ে মিঠাই আর সিদ্ধার্থকে গল্প থেকে সরিয়ে দেখানো হবে তাঁদের ছেলে সিধাই-র জীবন। আর তারপর হয়ত সিধাই-র ছেলে বৌমার রূপে ফিরিয়ে আনা যেতে পারে মিঠাই আর সিদ্ধার্থকে।

    img 20221104 143136

    আবার অনেকের মত, আদিত্য আগরওয়াল ফিরে এসে নতুন রূপে মিঠাইকে মারার ষড়যন্ত্রও করতে পারে। তবে এসমস্ত জল্পনার মাঝে আবার ছোট্ট গোপালের জন্য এক এক শিশুশিল্পীরও খোঁজ করা হচ্ছে। আর সেখানে এক জনপ্রিয় শিশুশিল্পীর নামও উঠে এসেছে। তবে এখনই ঠিক বলা যাচ্ছে না আগামীতে ঠিক কি হতে চলেছে ‘মিঠাই’এ (mithai)। তবে স্টার জলসার ধারাবাহিক ‘খুড়ুকুটো’র মত করেই মিঠাইর মৃত্যুর খবর ছড়িয়ে যাওয়ায় এই বিষয় নিয়ে ইতিমধ্যেই বেশ চর্চা শুরু হয়ে গিয়েছে স্যোশাল মিডিয়ায়।