বলিউড সেলিব্রেটিদের নিজেদের রক্ষার্থে বা বিশেষ কোনো ক্ষেত্রে সর্বদাই তাদের দেহরক্ষী প্রয়োজন। এই জন্যই প্রায় বলিউড তারকাদের সঙ্গে দেখা যায় তাদের দেহরক্ষীকে। বলিউডের তারকাদের পাশাপাশি তাদের দেহরক্ষীরাও কোন সেলিব্রেটির থেকে কম নয়। বর্তমানে সালমান খানের দেহরক্ষী ‘শেরা’ প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন।
তবে এখন বলিউড ইন্ডাস্ট্রির বিখ্যাত অভিনেত্রী ‘ক্যাটরিনা কাইফে’র (Katrina kaif) দেহরক্ষী সবার নজর কেড়েছে। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের দেহরক্ষীর নাম ‘দীপক সিং’ (Dipak shing)। দীপক আজকাল বেশ আলোচনায় রয়েছেন। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের নিরাপত্তার জন্য তিনি ছায়া হয়ে থাকেন। অভিনেত্রীর সঙ্গে সর্বত্রই দেখা যায় তাকে।
দীপক সিং আজকাল অনেকটাই লাইমলাইটে। অভিনেত্রীর দেহরক্ষীকে দেখে সবাই বেশ অবাক। তিনি দেখতে অবিকল একজন অভিনেতার মতো। দীপককে দেখতে বেশ ড্যাশিং এবং সুদর্শন। যদি তার বেতনের কথা বলা হয়, তা জানলে হতবাক হবেন অনেকেই। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের সুরক্ষা দীপক সিংয়ের হাতে। জানা যায় দীপক একজন খেলোয়াড় হতে চেয়েছিলেন।
যার কারণে তিনি ১৯৯৯ সালে মুম্বাই শহরে আসেন। কিন্তু এরপর তিনি নিরাপত্তা সংস্থায় চাকরিতে যোগ দেন। প্রথমবারের মতো অভিনেত্রী রানি মুখার্জির দেহরক্ষী হলেন দীপক সিং। তারপর থেকে, দীপক অনেক সেলিব্রিটির দেহরক্ষী হিসাবে কাজ করেছেন। ক্যাটরিনা কাইফের আগে, দীপক দাবাং খান, জ্যাকলিন ফার্নান্দেজ, মাধুরী দীক্ষিত এবং অন্যান্য সেলিব্রিটিদের দেহরক্ষী ছিলেন।
ক্যাটরিনা কাইফের দেহরক্ষী দীপক সিং তার ড্রেসিং স্টাইলের জন্য বেশ বিখ্যাত। দীপক তার ড্রেসিং সেন্সের পাশাপাশি তার ফিটনেসের দিকেও অনেক মনোযোগ দেন। তার উচ্চতা ৬ ফুট, এবং প্রতিদিন ওয়ার্কআউট করেন তিনি নিজেকে ফিট রাখতে। খবর অনুযায়ী, ক্যাটরিনা কাইফ তার দেহরক্ষী দীপককে বার্ষিক এক (১) কোটি টাকা বেতন দিয়ে থাকেন। দীপক খুবই বিলাসবহুল জীবনযাপন করেন বলে জানা যায়।