অনেক দিন ধরেই বলিউডে’র করিডোরে একটা খবর ঘুরপাক খাচ্ছে। আলিয়া ভাটে’র পর এবার মা হতে চলেছেন “ক্যাটরিনা কাইফ” (Katrina Kaif)। গত কয়েকদিন ধরেই জল্পনা চলছে যে অভিনেত্রী তার গর্ভাবস্থার খবর কারও কাছে প্রকাশ করতে চান না। তাই লাইমলাইট থেকে দূরত্ব বজায় রাখছেন তিনি। ক্যাটরিনা কাইফে’র অন্তঃসত্ত্বা হওয়ার খবর যখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তখন থেকেই কিছু মানুষ এই খবরের পক্ষে। আবার কেউ কেউ এটাকে গুজব হিসেবে দেখছেন।
তবে এমন খবরও রয়েছে যে, ক্যাটরিনা কাইফ নিজেই তার জীবনে সন্তান আসার এই বড় সুখবরটি সবার সাথে শেয়ার করবেন। মিস্টার এবং মিসেস কৌশল তাদের বাবা-মা হওয়ার খবর সবার সাথে শেয়ার করতে পারেন। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় বেশি সক্রিয় থাকা কমিয়ে দিয়েছেন ক্যাটরিনা কাইফ।
ক্যাটরিনা কাইফকে যখন শেষ দেখা গিয়েছিল, তখন তিনি ঢিলেঢালা পোশাক পরেছিলেন। কিন্তু আলিয়া ভাটের মা হওয়ার খবর সামনে আসার পর এখন এসব খবর নিয়ে বাজার সরগরম। তবে সত্যিটা কী তা একমাত্র ক্যাটরিনা নিজেই বলতে পারবেন। তবে চারিদিকে যা জল্পনা চলছে তাতে একপ্রকার মনেই হচ্ছে যে ক্যাট হয়তো মা হতে চলেছেন।
ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গিয়েছিল করণ জোহরের ৫০তম জন্মদিনের পার্টিতে। অন্যদিকে ক্যাটরিনা এবং ভিকি গত বছর ৯ই ডিসেম্বর ২০২১-এ রাজস্থানের সিক্স সেন্স ফোর্টে বিয়ে করেছিলেন। দুজনেই দীর্ঘদিন ধরে ডেটিং করছিলেন। কাজের ফ্রন্টে, অভিনেত্রীকে শীঘ্রই সালমান খানের সাথে ‘টাইগার ৩’-তে দেখা যাবে।