Skip to content

করণ জোহরের জন্মদিনের পার্টিতে নিমন্ত্রণ পেলেন না কার্তিক আরিয়ান! কারণটা কি?

    গত ২৫ শে মে ২০২২-এ ৫০ বছরে পা দিলেন বলিউডের সুপরিচিত চলচ্চিত্র নির্মাতা করণ জোহর (Karan Johar)। জন্মদিন উপলক্ষ্যে এক বিশাল পার্টির আয়োজন করেছিলেন করণ জোহর। এই পার্টি কোন সাধারণ মাপের পার্টি ছিল না। তারকাদের মেলার মত ছিল করণের এই জন্মদিনের পার্টি।

    এই পার্টিতে দেখা উপস্থিত ছিলেন সলমন খান, কারিনা কাপুর, মালাইকা অরোরা, শহিদ কাপুর, ঐশ্বর্য্য রাই বচ্চন, অভিষেক বচ্চন, ভিকি কৌশল, ক্যাটরিনা কাইফ এবং আয়ুষ্মান খুরানাও। তবে প্রায় সকল বলি তারকাদের এই পার্টিতে দেখা গেলেও বলি অভিনেতা কার্তিক আরিয়ানকে (kartik aryan) এই পার্টিতে দেখা যায়নি। যা নিয়ে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।

    সম্প্রতি মুক্তি পেয়েছে ভুল ভুলাইয়া 2, যে ছবিতে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে কার্তিক আরিয়ানকে (kartik aryan)। এই ছবি বক্স অফিসে সুপার হিটও হয়েছে। আর এই কারণে কার্তিক আরিয়ানকে অনেক অভিনন্দনও জানিয়েছেন করণ জোহর (Karan Johar)। তবে তাঁদের মধ্যেকার তিক্ততার সম্পর্কের গুঞ্জনও শোনা যায় বলি পাড়ায় কান পাতলেই।

    কিছুদিন আগে শোনা গিয়েছিল, কার্তিক আরিয়ানের (kartik aryan) অপেশাদার আচরণের জন্য তাঁর উপর কিছুটা ক্ষিপ্ত হয়েছিলেন করণ জোহর (Karan Johar)। আর সেই কারণের জন্যই নাকি ‘দোস্তানা 2’ ছবি থেকে তাঁকে বাইরের বেরনোর রাস্তা দেখানো হয়েছিল। জানিয়ে রাখি, এই ছবিতে প্রথমে জাহ্নবী কাপুরের সঙ্গে কার্তিক আরিয়ানকে দেখা হেলেও, করোনা মহামারির জন্য ধর্মা প্রোডাকশন এই ছবির শুটিং বন্ধ রেখেছে।

    প্রসঙ্গত, কার্তিক আরিয়ান এবং কিয়ারা আদভানি অভিনীত ছবি ‘ভুল ভুলাইয়া 2’ সম্প্রতি মুক্তি পেয়েছে বড় পর্দায়। এই ছবি দর্শকমহলে বেশ সাড়াও ফেলেছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই এই ছবি ১০০ কোটি টাকার ব্যবসা করতে পারবে।