Skip to content

‘ভুল ভুলাইয়া ২’-এ অভিনয়ের জন্য ১৫ কোটি নিয়েছেন কার্তিক আরিয়ান, রইল বাকিদের পারিশ্রমিকের তালিকা

    শীঘ্রই মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের সুপারহিট ছবি ভুল ভুলাইয়ার (Bhool Bhulaiyaa 2) সিক্যুয়েল। ১৪ বছর আগে মুক্তিপ্রাপ্ত এই ছবির দ্বিতীয় পর্বে মুখ্য চরিত্রে রয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। জানা গিয়েছে এই ছবির জন্য ১৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)। ছবিতে তাঁকে রুহান রনধাওয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

    আগামী ২০ শে মে ভুল ভুলাইয়া ২ (Bhool Bhulaiyaa 2) ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকরা। তবে তার আগে জেনে নিন এই ছবির বাকি চরিত্ররা কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    এই ছবিতে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করছেন কিয়ারা আদভানি। এই প্রথমবার কার্তিক এবং কিয়ারা জুটিকে দেখা যাবে এই ছবিতে। এই ছবিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন কিয়ারা।

    ছবিতে ‘ছোট পণ্ডিত’র চরিত্রে দেখা যাবে রাজপাল যাদব। এই মজার চরিত্রে অভিনয়ের জন্য অভিনেতা ১ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন।

    ২ কোটি টাকা পারিশ্রমিকের বিনিময়ে এই ছবিতে কণিকা শর্মার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলি অভিনেত্রী টাব্বুকে।

    এই ছবিতে ৩০ লক্ষ টাকা পারিশ্রমিকের বিনিময়ে টাব্বুর স্বামীর চরিত্রে দেখা যাবে অমর উপাধ্যায়কে।

    ছবিতে গুরুত্বপূর্ণ ছরিত্রে অভিনয়ের জন্য ৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছেন সঞ্জয় মিশ্র।

    এই ছবিতে আবার কাজ করতে দেখা যাবে টেলিভিশনের অন্যতম প্রতিভাবান অভিনেতা মিলিন্দ গুনাজিকেও। যিনি এই পারিশ্রমিক নিয়েছেন ৫ লক্ষ টাকা।