Skip to content

ক্যামেরাম্যানের উপর রেগে উঠলো কারিনা পুত্র তৈমুর, ভাইরাল হলো ভিডিও

    বলিউডের ৯০ দশকের জনপ্রিয় অভিনেত্রী হলেন কারিনা কাপুর। তিনি একটা সময়ে হিন্দি সিনেমা জগতে প্রচুর ছবিতে অভিনয় করেছেন। তিনি অনেক সুপারহিট ছবিতেও অভিনয় করেছেন। বলিউডের প্রবীণ অভিনেতাদের সাথে তিনি অভিনয় করেছেন। অভিনয়ের দক্ষ্তার পাশাপাশি তিনি খুবই সুন্দরী।

    তবে বর্তমানে তিনি অভিনেতা সাইফ আলী খানের স্ত্রী এবং দুই সন্তানের মা। তবে কারিনা কাপুর সবথেকে বেশী চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন। প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় তাঁর হাজারো ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। ক্যামেরাম্যানরা এক ঝলক দেখার জন্য তাঁর বাড়ির বাইরে ঘাঁটি গেড়ে বসে থাকে। শুধু তাঁকে নয়, অভিনেত্রীর দুই পুত্র তৈমুর(Taimur) ও জেহের (Geh) উপরেও চোখ তাঁকে ফটোগ্রফারদের।

    বাড়ির বাইরে পা রাখা মাত্রই, ফটোগ্রাফাররা স্টার কিডসদের ক্যামেরা বন্দী করার জন্য প্রস্তুত থাকে সব সময়। সম্প্রতি তৈমুরকে তার ছোট ভাই জেহে ও মা কারিনার সাথে তাঁদের আপার্টমেন্টের এর নীচে দেখা গিয়েছিল। আসলে তাঁরা দুই ভাই অ্যাপার্টমেন্টে খেলছিলেন। তাদেরকে বাড়ির বাইরে দেখতে পেয়ে ক্যামেরাম্যানরা ঘিরে ধরেন।

    তাঁদের ছবি তুলতে শুরু করেন। তাদের ছবি তুলতে দেখে, হঠাৎই তৈমুর রেগে উত্তেজিত হয়ে ওঠেন এবং তিরস্কারের সুরে ফটোগ্রাফারদের ক্যামেরা বন্ধ করতে নির্দেশ দেন।
    তৈমুরের এহেন আচরনে হতবম্ভ যায় ফটোগ্রাফার দলটি। তিনি ক্যামেরাম্যানদের উদ্দেশ্যে বলেন, বন্ধ করো দাদা, বন্ধ করো। পরে তাঁর মা কারিনা কাপুর তাকে সেখান থেকে নিয়ে যান। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে নেটবাসী বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছে।