বলিউড ইন্ডাস্ট্রির নব দম্পতি ‘আলিয়া ভাট’ (Alia Bhatt) এবং ‘রণবীর কাপুর’ (Ranbir kapoor) গত ১৪ ই এপ্রিল ২০২২-এ বিয়ে করেছেন। দুজনকে বিয়ে করতে দেখে তাদের ভক্তরা খুবই খুশি। আলিয়া ও রণবীরের বিয়েতে বলিউড ইন্ডাস্ট্রির অনেক বড় তারকা এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। খবরে প্রকাশ, আলিয়া এবং রণবীর প্রায় চার বছর ধরে একে অপরের সাথে সম্পর্কে ছিলেন।
তাদের সম্পর্ককে আরও এগিয়ে নিতে, দুজনেই পাঞ্জাবি রীতি অনুসারে ১৪ ই এপ্রিল গাঁটছড়া বাঁধেন। অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করার আগে অভিনেতা রণবীর কাপুর বলিউডের অনেক অভিনেত্রীর সঙ্গেই সম্পর্কে ছিলেন। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ ছাড়াও অন্যান্য অভিনেত্রীদের সঙ্গেও নাম জড়িয়েছিল রণবীরের।
সম্প্রতি, প্রকাশ্যে আসা খবর অনুযায়ী, অভিনেতা রণবীর কাপুরের বোন অভিনেত্রী ‘কারিনা কাপুর খান’ এই নব দম্পতিকে পছন্দ করেননি। কারণ কারিনা চেয়েছিলেন রণবীর তার ঘনিষ্ঠ বন্ধুকে বিয়ে করুক। কিন্তু আলিয়াকে বিয়ে করেন রণবীর। তবে দুজনের বিয়েতে বেশ খুশি গোটা কাপুর পরিবার। করিনা তার ভাইয়ের স্ত্রী হিসেবে পছন্দ করেছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুরের মেয়েকে।
কারিনা চেয়েছিলেন ‘সোনম কাপুর’ তার ভাইয়ের বৌ হোক। কারিনা বলেছিলেন, ‘রণবীর ও আলিয়া একে অপরের সঙ্গে সম্পর্কে না থাকলে, আমি আমার ভাইকে অভিনেত্রী সোনম কাপুরকের সঙ্গে বিয়ে দিতাম’। উল্লেখযোগ্যভাবে, অভিনেত্রী সোনম কাপুর ২০১৮ সালে ব্যবসায়ী আনন্দ আহুজাকে বিয়ে করেন। এই বিয়ের সময়ই আলিয়া ও রণবীরের সম্পর্কের কথা সবাই জানতে পেরেছিলেন।