Skip to content

বিনোদন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ করণ কুন্দ্রা, রইল তাঁর সম্পত্তির পরিমাণ

    হিন্দি চলচ্চিত্র এবং টেলিভিশনে করণ কুন্দ্রা (karan kundraa) একজন খুবই পরিচিত মুখ। এমটিভি রোডিজ এবং এমটিভি লাভ স্কুলের জন্য বেশ চর্চিত হয়েছিলেন তিনি। তবে বর্তমান সময়ে টিভি রিয়েলিটি শো বিগ বস সিজন 15-এ অংশগ্রহণের জন্য সংবাদ শিরোনামে উঠে এসেছেন করণ কুন্দ্রা (karan kundraa)। এই শোতে তিনি দ্বিতীয় রানার আপ হয়েছিলেন।

    কিতনি মহব্বত হ্যায় অর্জুন পুঞ্জের প্রধান ভূমিকার মাধ্যমে ২০০৯ সালে অভিনয় কেরিয়ার শুরু করেন করণ কুন্দ্রা। এরপর ২০০৯ সালের শেষের দিকে বৈতাব দিল কি তামান্না হ্যায়’-এ বীরুর প্রধান ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। আবার ‘আহাট’এ ভূত রাজকুমারের চরিত্রে অভিনয়ের পর ২০১০ সালে স্টার প্লাসে একটি নাচের রিয়েলিটি শো ‘জারা নাচকে দেখা’ তে অংশগ্রহণ করেন তিনি।

    ‘কিতনি মহব্বত হ্যায়’ সিজন 2-এর সিক্যুয়েল, গুমরা-এন্ড অফ ইনোসেন্স, উই দ্য সিরিয়াল, এমটিভি রিয়েলিটি শো রোডিজ, এমনকি অনুষা দান্ডেকরের সঙ্গে এমটিভি শো লাভ স্কুল অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছিল। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

    বর্তমান সময়ে বিনোদন দুনিয়ার এক সুপরিচিত নাম হিসাবে উঠে এসেছেন করণ কুন্দ্রা (karan kundraa)। রিপোর্ট বলছে, সিরিয়ালের একদিনের শ্যুটিং-এ প্রায় ৮০ হাজার থেকে ১ লাখ টাকা পারিশ্রমিক নেন তিনি। প্রায় ১২ থেকে ২০ কোটি টাকার সম্পত্তি রয়েছে তারা। সঙ্গে রয়েছে বিএমডব্লিউ, রেঞ্জ রোভার এবং অডির মতো অনেক দামি ও বিলাসবহুল গাড়ি এবং Harley Davidson 48 বাইক। জানা গিয়েছে, দামি এবং স্টাইলিশ ঘড়িও খুব পছন্দ করেন করণ কুন্দ্রা।