Skip to content

আমরা যদি KGF এর মত ফিল্ম বানাতাম তাহলে আজ আমাদের নিয়ে হাসি ঠাট্টা করা হতো: বলি পরিচালক করণ জোহর

    img 20220618 203232

    পরিচালক এস এস রাজমৌলির ‘বাহুবলি’ ছবির পর মুক্তিপ্রাপ্ত কেজিএফ (KGF), পুষ্পা (Pushpa), আর আর আর (RRR)-এর মত দক্ষিণী ছবিগুলি box-office কাঁপিয়েছে। আয় হোক বা রিভিউ হোক ছবিগুলি দারুন প্রভাব ফেলেছে। যা মুক্তিপ্রাপ্ত এই দক্ষিণী ছবিগুলি দর্শকদের হৃদয়ে একটা আলাদা জায়গা করে নিয়েছে। এরপর থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলিউড ও দক্ষিনী ছবির মান নিয়ে শুরু হয়েছে অনেক তর্ক-বিতর্ক, যা আজও চলতে থাকে। এরইমাঝে বলিউড পরিচালক করণ জোহর (Karan johar) দিলেন এক বড় বয়ান।

    img 20220618 213727

    আসলে, দক্ষিণী ছবি ও বলিউড ছবির মান নিয়ে সমালোচনা অনেক আগে থেকেই। এখানে অনেক সেলিব্রেটিই এই সমালোচনার মুখোমুখি হয়েছে। তবে এবার ফিল্ম ইন্ডাস্ট্রির সুপরিচিত পরিচালক ও প্রযোজক করণ জোহর তার প্রতিক্রিয়া জানিয়েছেন। করণের মতে এখন একজন বলিউড পরিচালকের তা করা উচিত যেটাতে সে বিশেষজ্ঞ এবং ভিড়ের অংশ না হওয়া উচিত। এরপর করন কেজিএফ ছবির সাফল্য নিয়েও মুখ খুলেছেন।

    করণ জোহর কেজিএফ-এর সাফল্য নিয়ে বলেছেন, KGF-এর বড় সাফল্য খুব ভালো ব্যাপার এবং তিনি আনন্দ প্রকাশ করেছেন। এরপর তিনি বলেন, যদি বলিউডে এই ধরনের ছবি শুট করা হতো তাহলে আমাদের নিয়ে হাসিঠাট্টা করা হত। আসলে এক সাক্ষাৎকারে করন বলেছেন, দক্ষিণের ছবিগুলো দারুণ প্রভাব ফেলছে। কারন রজমৌলি এবং প্রশান্ত নীলের মতো পরিচালকরা ভালো করেই জানে তারা কিসের বিশেষজ্ঞ এবং তাদের কি করতে হবে। তাছাড়া তারা কোনো কিছুর তোয়াক্কা করে না। সে তুলনায় বলিউড ছবি অনেকটাই আলাদা রকম।

    img 20220618 213805

    তিনি আরোও বলেন এখন বলিউড পরিচালকদের একটু পিছিয়ে যাওয়া উচিত। তাদের এমন ছবি তৈরি করা দরকার যেটাতে তারা পারদর্শী এবং এটা আমারও করা উচিত। আমরা প্রতিযোগিতা করার জন্য বোকার মত সবকিছু করে ফেলি। কেজিএফ ছবির সাফল্য দেখে আমিও ভাবনায় পড়ে গিয়েছিলাম এবং আমি এটাও ভেবেছিলাম যদি এই ছবি আমরা তৈরি করতাম তাহলে হয়তো আমাদের হাসির খোরাক হতে হতো । কিন্তু এখন সবাই এই ছবির সাফল্য উদযাপন করছে। যদিও ছবিটি আমার মন থেকে ভালো লেগেছে।