Skip to content

‘বার বার আলিয়াকে ভালো কাজের সুযোগ করে দিয়েছে করণ জোহর’, তবে কি ঈর্ষায় জ্বলছেন ঐশ্বর্য!

    ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবিতে অসাধারণ অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছিলেন বলি অভিনেত্রী আলিয়া ভাট (alia bhatt)। এই ছবিতে আলিয়ার দুর্দান্ত অভিনয় দর্শকদের মন জিতে নিয়েছিল। এমনকি এই ছবি যথেষ্ট প্রশংসিতও হয়েছিল সমালোচক মহলে। আর এই ছবির পরই ফের সেরা নায়িকার দৌড়ে বেশ কিছুটা এগিয়ে গিয়েছেন আলিয়া। আর এই বিষয়টাকেই খুব একটা ভালো চোখে নিলেন না ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)।

    একে তো বিখ্যাত বলিউড পরিচালক মহেশ ভাটের ছোট মেয়ে আলিয়া ভাট (alia bhatt)। তারউপর কিছুদিন আগেই আরও এক বিখ্যাত বলি অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। আর এসবের মধ্যে আলিয়ার এই জনপ্রিয়তাকে একাবারেই ভালোভাবে নেননি প্রাক্তন বিশ্ব সুন্দরী তথা অভিষেক পত্নী ঐশ্বর্য রাই বচ্চন।

    সম্প্রতি মুম্বইয়ের এক সংবাদমাধ্যমে সাক্ষৎকার দিয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)। যেখানে কিছুটা ক্ষোভের সুর শোনা গেল ঐশ্বর্য রাই বচ্চনের গলায়। তিনি বলেন, ‘একজন অভিনেতার সামনে যখন ভালো কাজের সুযোগ অপেক্ষা করে, তখন তাঁর কাছে সেটা ভীষণই খুশির বিষয় হয়। আমি আলিয়াকে বলেছি, প্রথম থেকেই করণ জোহর যেভাবে ওকে সমর্থন করে চলেছেন, তাতে করে প্রতিষ্ঠা পাওয়াটা খুব সহজেই সম্ভব হয়েছে আলিয়ার কাছে। আলিয়াকে একটার পর একটা ভালো কাজের সুযোগ করে দিয়েছে কর্ণ’।

    অভিষেক ঘরণীর থেকে এমন মন্তব্য শুনে ঐশ্বর্যর উপর কিছুটা ক্ষিপ্ত হয় নেটিজনরা। তাঁরা বলেন, ‘হয়ত সহজেই কাজের সুযোগ পেয়েছেন, কিন্তু সেটাকে একেবারেই হালকাভাবে নেয়নি আলিয়া। তাঁর জায়গায় অন্য কোন তারকা সন্তনা হলেও, হয়ত আলিয়ার মত অভিনয় করতে পারতেন না অনেকেই। নিজের অভিনয় ক্ষমতা প্রমাণ করেছেন তিনি। আর করণ জোহর একেবারে বোকা নন যে কিছু না বুঝেই বার বার আলিয়াকে সুযোগ দেবেন। আলিয়ার ছবি ভালো চলছে বলেই, সে কাজ পাচ্ছে’।

    আলিয়া ভাটের (alia bhatt) বিরুদ্ধে এমন ক্ষোভ উগরে দেওয়ায় বলিউডের স্বজনপোষণকেই কি সামনে আনতে চেয়েছেন ঐশ্বর্য, এমন কথাও উঠে আসছে। নাকি আলিয়ার সাফল্যে কিছুটা হলেও জ্বলছেন ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan), এমন কথাও বলছে নেটিজনরা।