Skip to content

ঠাকুমার হাতের চিতল মাছের মুইঠা খেতে সুদূর মুম্বাই থেকে এলেন ‘কপিল শর্মা’ খ্যাত সুমনা, দেখুন ভাইরাল ভিডিও

    img 20221012 124421

    বাঙালি বলি অভিনেত্রী সুমনা চক্রবর্তীকে (Sumona Chakravarti) আশাকরি সকলেই জানেন। যিনি হাস্যকৌতুক কপিল শর্মা শোয়ের (Kapil Sharma Show) অন্যতম একটি চেনা মুখ। বছরের পর বছর এই অভিনেত্রী টিভির পর্দায় বিনোদন দিয়ে আসছে। সুমনা বাঙালি অভিনেত্রী হিসেবে সারাদেশ দারুণভাবে জনপ্রিয়। এই অভিনেত্রী পেশাগত কারণের জন্য শিরোনামে এসে থাকলেও আজ এসেছেন ব্যক্তিগত কারণে। সূদর মুম্বাই থেকে ঠাকুমার হাতে চিতল মাছের মাথা খেতে হাজির হলেন বলি অভিনেত্রী।

    Kapil sharma and sumona chakravarti আমরা আপনাকে বলি, অভিনেত্রী সুমনাকে কপিল শর্মার প্রথম সিজনে দেখা গিয়েছিল সরলা গুলাটির ভূমিকায়। এতে সুমনার চরিত্র ছিল ভুরি। সম্প্রতি, এবার তিনি হাজির হলেন ঠাকুমার হাতের রান্না খেতে। অনেকেই নামকরা ‘ভিলফুড’ (Villfood) নামক রান্নার চ্যানেলটি জেনে থাকবেন।

    হ্যাঁ, বীরভূমের বনভিলা গ্রামের পুস্পরাণী সরকারের (Pushparani Sarkar) রান্না দেশ-বিদেশে চর্চায় থাকে। ৮২ বছর বয়সেও এই বৃদ্ধা রান্নার জাদু দিয়ে মন জয় করে ভক্তবৃন্দের। তার রান্নার জমজমাট আড্ডা এখন ইউটিউব চ্যানেলে রীতিমত ভাইরাল। ‘ভিলফুড’ এই ইউটিউব চ্যানেলটি ২০১৭ সালে তার নাতি সুদীপ চালু করেন।

    Villfood sumona chakravarti সম্প্রতি, এই চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে বলি অভিনেত্রী সুমনাকে দেখা গেছে। দেখা যাচ্ছে, সাধারণ মানুষের মতো মাটিতে বসে, কলাপাতায় ভাত খাচ্ছে। মেনু হিসেবে চিতল মাছের মাথা, দই, মিষ্টি, রকমারি আচার রান্নাঘরে পুরো জমজমাট আড্ডা।

    এই আড্ডায় অভিনেত্রীকে বলতে শোনা গেল তিনি প্রথমবার চিতল মাছের মাথা খাচ্ছেন। যার স্বাদ অসাধারন। এমনকি তিনি এটাও বললেন, তাই বলি এটা কেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় খাবার ছিল। তাকে বলতে শোনা গেল খাওয়ার পর এক ঘন্টা রেস্ট নিতে হবে। সুমনা জানান তিনি এখানে এসে কৃতজ্ঞ। সব মিলিয়ে ঠাকুমার রান্নাঘরে সুমনার একটা জমজমাট আড্ডা।