দক্ষিণী অভিনেত্রী বিজয়লক্ষ্মী ভদলাপতি ওরফে সিল্ক স্মিতার (Silk Smitha) জীবনী নিয়ে ২০১১ সালে মুক্তি পেয়েছিল হিন্দি ছবি ‘দ্যা ডার্টি পিচকার’ (The Dirty Picture)। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল বলি অভিনেত্রী বিদ্যা বালানকে (Vidya Balan)। এছাড়াও এই ছবিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, ইমরান হাসমি, তুষার কাপুররা। ছবির নামে ‘ডার্টি’ থাকলেও, ছবির স্বচ্ছতা প্রমাণ করে নারীকেন্দ্রিক ছবির সংজ্ঞা খানিকটা পালটে দিয়ে সেইসময় বক্স অফিসে ১১৭ কোটি টাকার ব্যবসা দিয়েছিল এই ছবি।
এবার শোনা যাচ্ছে এই ছবির সিক্যুয়েল তৈরি করতে চলেছেন সুপারহিট ‘লক আপ’-এর পর প্রযোজক একতা কাপুর (ekta kapoor)। তবে এই ছবির পরিচালকের বিষয়ে কিছু না জানা গেলেও, এবার এই ছবির দ্বিতীয় পর্বে আর দেখা যাবে না অভিনেত্রী বিদ্যা বালানকে (Vidya Balan)। তবে জানা গিয়েছে, ছবির প্রযোজক একতা কাপুরের ব্যক্তিগত ইচ্ছে ছিল ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করুন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
তবে এবিষয়ে এক সূত্র মারফত জানা গিয়েছে, বলিউডের একাধিক নারীকেন্দ্রিক ছবির স্রষ্টা কনিকা ধিলোনের সঙ্গে হাত মিলিয়ে অনেকদিন ধরেই নিজের স্বপ্নের প্রোজেক্ট ডার্টি পিকচার (The Dirty Picture 2) এর সিকুয়েল পরিকল্পনা করছেন একতা কাপুর। ছবির চিত্রনাট্য লেখার কাজ শেষের দিকে হওয়ায় ২০২৩-এর শুরু থেকেই এই ছবির কাজ শুরু করতে চাইছেন একতা কাপুর। আর তিনি চেয়েছিলেন ছবির মুখ্য চরিত্রে অভিনয় করুন কঙ্গনা রানাওয়াত। (Kangana Ranaut) কিন্তু নিজের ইমেজ ভঙ্গের ভয়ে এই ছবির অফার ফিরিয়ে দিয়েছেন বলিউডের কুইন। তবে শোনা গিয়েছে, তাপসী এবং কৃতীর এই ছবির অংশ হওয়ার ইচ্ছে থাকলেও, এখনও কোন সিদ্ধান্ত নেননি একতা কাপুর।
জানিয়ে রাখি, বক্স অফিসে ১১৭ কোটির ব্যবসা দেওয়া এই ছবি সেরা অভিনেত্রী-সহ মোট তিনটে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল। সেইসঙ্গে শ্রেয়া ঘোষাল আর বাপ্পি লাহিড়ির গলায় ছবির ‘উ লা লা’ (Ooh La La) গানটি আজও সমানভাবে হিট রয়েছে।