বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম খ্যাতনামা অভিনেতা অভিনেত্রী তথা বহুল জনপ্রিয় দম্পতি হলেন অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজল (Kajol)। এই তারকারা পৃথক ভাবে আবার একসঙ্গেও একাধিক হিট ছবি উপহার দিয়েছে দর্শকদের। তবে বেশকিছু সময় ধরে চলচ্চিত্র জগত থেকে কিছুটা দূরে থাকলেও, কাজলের ফ্যান ফলোয়িং কোন অংশে কমেনি।
ব্যক্তিগত জীবন বলতে গেলে, ৪ বছর ধরে প্রেম করার পর ১৯৯৯ সালের ২৪ শে ডিসেম্বর অজয় দেবগণের (Ajay Devgn) সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন কাজল। তারপর থেকে চলছে তাঁদের দীর্ঘদিনের সংসার জীবন। এই সময়ের মধ্যে কাজল (Kajol) এবং অজয় দেবগণ (Ajay Devgn) বহু হিট সিনেমায় অভিনয় করে নিজেদের অবস্থান ঠিক রেখেছেন চলচ্চিত্র জগতে।
এই দম্পতি এক ছেলে যুগ দেবগন এবং মেয়ে নিয়ে ন্যাস দেবগনকে নিয়ে সুখে সংসার করার পাশাপাশি কেরিয়ারের দিকেও ফোকাস করছেন। জানিয়ে রাখি, বিলাসবহুল জীবনযাপন করার বিষয়ে এই দম্পতির নাম রয়েছে তালিকার প্রথম সারিতেই।
মুম্বাইয়ের জুহুতে শিবশক্তি নামের একটি বলাসবহুল বাড়িতে সন্তানদের নিতে থাকেন এই তারকা দম্পতি। নিজেদের এই বাড়িটিকে খুব সুন্দর করে সাজিয়েছেন কাজল এবং অজয় দেবগণ। তাঁদের এই বাড়িতে জিম, সুইমিং পুল, মিনি থিয়েটার, লাইব্রেরি এবং স্পোর্টস রুম কি নেই। আবার বাড়ির সমস্ত আসবাবপত্র, মেঝে, দেওয়াল সবই সাদা রঙের বানিয়েছেন তাঁরা। আর এই সাদা রং, এক আলাদাই মাত্রা এনে দিয়েছে তাঁদের বাড়িতে।
স্যোশাল মিডিয়ায় ভীষণই সক্রিয় কাজল (Kajol)। আর সেখানেই নিজেদের সুন্দর বাড়ির নানারকম ছবি শেয়ার করে নেন কাজল। কাজলের বাড়ির সিঁড়িগুলো তাঁদের বাড়ির সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। আর বাড়িতে থাকা চারটি বেডরুমই প্রত্যেক সদস্যের পছন্দ মত করে তৈরি করা হয়েছে।
এই তারকা দম্পতির বাড়ির প্রতিটি কোণাতেই বিলাসিতার ছাপ স্পষ্ট। জানা যায়, এই বাড়িটি ছাড়াও সম্প্রতি মুম্বাইয়ে আরও একটি বাংলো কিনেছেন এই দম্পতি, যার দাম প্রায় ৬০ কোটি টাকা।