জ্যোতিষশাস্ত্র মতে মানব জীবনের সাথে প্রতিটি গ্রহের যোগ আছে। গ্রহরা সময় মতন নিজেদের ঘর পরিবর্তন করে, এবং সময় অনুসারে তারা বিপরীতমুখীও হয়। যা সরাসরি প্রভাব ফেলে ১২ টি রাশির ওপর। কখনোও সেটি শুভ ফল দেয়, আবার কখন বা অশুভ ফল দেয়। গণনা অনুযায়ী, ২৯ শে জুলাই এর পর থেকে বৃহস্পতি মীন রাশিতে পিছিয়ে থাকবে। জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, আয় ও উন্নতি ঘটে বৃহস্পতির প্রভাবে।
শাস্ত্রমতে বৃহস্পতি গ্রহ এই সময়ে বিপরীতমুখী হচ্ছে। আর এর জন্য শুভ প্রভাব পড়বে তিন রাশির ওপর।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক-জাতিকাদের বৃহস্পতি থাকবে একাদশ ঘরে। জ্যোতিষশাস্ত্র বলছে, আয় ও উন্নতির ঘর বলা হয় একাদশ ঘরকে। হিসেব অনুসারে, এই সময়ে বৃষ রাশির ব্যাক্তিদের আয় খুব ভালো হবে। এছাড়াও আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। ব্যবসা- বাণিজ্য এর ক্ষেত্রে ভালো ফল পাওয়া যাবে। এবং নতুন ব্যবসা শুরু করার জন্য শুভ সময়।
মিথুন রাশি
শাস্ত্রমতে বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার পরই মিথুন রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। বিশ্লেষণ বলছে, বৃহস্পতি গ্রহ দশম ঘরে বিপরীতমুখী হতে চলেছে, যা চাকুরী ও ব্যবসার ক্ষেত্র খুবই ভালো বলা হয়। এই সময়ে চাকরিক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। যারা এই সময় মার্কেটিং ও মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্যও এই সময়টা খুবই শুভ হতে চলেছে। এছাড়া এই রাশির জাতক জাতিকাদের মাথা ঠাণ্ডা রেখে চলা দরকার।
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি গ্রহ নবম ঘরে পিছিয়ে গেছে। জীবনের বিভিন্ন ক্ষেত্রে সময়টা শুভ হতে চলেছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের জন্য খুবই ভালো সময়। তবে সৎ থাকাটা খুবই জরুরি। কর্কট রাশির জাতক-জাতিকাদের জীবনে এই সময় ব্যাপক সাফল্য এনে দেবে।