বর্তমান সময়ে ‘জন আব্রাহাম’ (John Abraham) একজন খুব বড় বলিউড অভিনেতা। এবং আজকের সময়ে তাকে বহু মানুষ পছন্দ করেন। কারণ, জন আব্রাহাম দীর্ঘদিন ধরে বলিউডে সুপারহিট ছবি উপহার দিয়ে আসছেন, আজ তিনি বলিউডে একটি বড় নাম হয়ে উঠেছেন। জন আব্রাহাম তার চলচ্চিত্র ক্যারিয়ারে দেশি বয়েজ,জিসম, মাদ্রাস ক্যাফের মতো অনেক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন।
বর্তমানে অভিনেতা জন আব্রাহাম সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনার বিষয় এবং সর্বত্র তাকে নিয়ে আলোচনা চলছে। কারণ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জনের একটি বক্তব্য ব্যাপক সাড়া ফেলেছে গোটা ইন্ডাস্ট্রি জুড়ে। বিবৃতিতে জন বলেছেন যে, ‘তিনি ৩০০ টাকায় বিক্রি হওয়ার নন’। রীতিমতো তার মন্তব্যে তোলপাড় পুরো নেট পাড়া।
পর্দার থিয়েটারে কাজ করতে পছন্দ করেন জন। তার বিবৃতিতে এও জানিয়েছেন যে, ওটিটি প্লাটফর্ম তিনি একদমই পছন্দ করেন না। তিনি বড়পর্দার সুপারস্টার হয়ে থাকতে চান। জন তার চলচ্চিত্র ক্যারিয়ারে যত গুলো সিনেমায় অভিনয় করেছেন তার প্রায়ই ছবি হিট প্রমাণিত হয়েছে বক্স অফিসে। এই কারণেই তার কদরও অনেক বেশি।
জনের বক্তব্যে এটা স্পষ্ট যে, তিনি ও টি টি (OTT) প্ল্যাটফর্মকে ছোট করেই দেখছেন। এবং আয়ের দিক থেকেও অনেক কম বলে মনে করেন। এই কারনেই হয়তো জনের এই বিবৃতি। তিনি এত অল্প টাকায় অভিনয় করেন না। তিনি অনেক বড় পর্দার সুপারস্টার। জানা যাচ্ছে, এই মুহূর্তে ওটিটি চলচ্চিত্রের জন্য প্রস্তুত নন জন, তাই এই মুহূর্তে ওটিটি চলচ্চিত্র করবেন না বলেই সাফ জানিয়েছেন।