বলি হোক কিংবা টলিউড, সর্বত্রই স্টার কিডরা সংবাদ শিরোনামে একটা আলাদাই স্থান পায়। তবে সমস্ত স্টারকিড যে লাইম থাকেন এমনটা নয়। এমন অনেকেই আছেন যারা লাইম লাইট থেকে বহুদূরে থাকলেও, সৌন্দর্য্যের দিক থেকে হার মানাতে পারে যে কোন বলি অভিনেত্রীকে।
সেরকমই একজন স্টার কিড হলেন আলাভিয়া জাফরি (Alaviaa Jaffrey), যিনি বলিউডের বিখ্যাত অভিনেতা কমেডিয়ান জাভেদ জাফরির (javed jaffrey) মেয়ে। বাবা বলিউডের একজন বিখ্যাত স্টার হলেও, মেয়ে এখনও এই লাইট ক্যামেরা অ্যাকশন থেকে রয়েছেন বহুদূরে।
মুম্বাইয়ের সবচেয়ে ব্যয়বহুল ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা শেষ করার পর নিউইয়র্ক থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশুনা করছেন আলাভিয়া জাফরি (Alaviaa Jaffrey)। ভারত থেকে অনেকটা দূরে থাকার কারণে তাঁকে সর্বদা লাইম লাইটে দেখাও যায় না। তবে স্যোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় একজন ব্যক্তিত্ব তিনি। ফলোয়ার রয়েছে প্রায় ২ লাখেরও বেশি।
মাঝে মধ্যেই নিজের গ্ল্যামারাস কিছু ছবি শেয়ার করে স্যোশাল মিডিয়ায় ঝড় তোলেন আলাভিয়া জাফরি (Alaviaa Jaffrey)। ছবি শেয়ার করতেই মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। তাঁর অগণিত ভক্তরা অপেক্ষা করে তাঁর এক একটি ছবি শেয়ারের জন্য। তাঁর ফ্যান সংখ্যাও নেহাত কম নয়। তাঁর এই সৌন্দর্য্যের কারণে, যেকোন বলি অভিনেত্রীকে অনায়াসে টেক্কা দিতে পারেন আলাভিয়া জাফরি।
তবে আলাভিয়ার এই সকল উষ্ণতার পারদ ছড়ানো ছবি দেখে ভক্তরা তাঁকে বলিউডে আগমনের জন্য বহুবার অনুরোধ করেছেন। কিন্তু এই বিষয়ে এখনও বিশেষ কিছু বলতে শোনা যায়নি তাঁকে। কারণ হিসাবে ধরা হয়, সম্ভবত পড়শুনা করার কারণে, এখনও এই বিষয়ে কিছু বলতে নারাজ জাভেদ জাফরির (javed jaffrey) কন্যা।
তবে জাভেদ জাফরির মেয়ে (javed jaffrey) আলাভিয়া ভারত থেকে দূরে থাকলেও, বলিউডের অনেক বন্ধু রয়েছে আলাভিয়ার। তাঁর বন্ধুদের মধ্যে রয়েছেন জাহ্নবী কাপুর, নভ্যা নাভেলি নন্দা এবং আলাভিয়া কাশ্যপের মতো অনেক জনপ্রিয় বলিউড স্টার কিডসরা।