বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রি বর্তমানে যে খারাপ সময়ের মধ্যে দিয়ে চলছে, তা বলার অপেক্ষা রাখে না। একের পর ছবি ছবি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হচ্ছে। অন্যদিকে টলিউড (Tollywood) ইন্ড্রাস্ট্রি গুলো নিজেদের জনপ্রিয়তা দিনকে দিন বাড়িয়ে চলেছে। দর্শকদের নানা বিনোদন ও মনোরঞ্জন করিয়ে বেশ আকৃষ্ট করেছে। সম্প্রতি সময়ে বলিউড ইন্ডাস্ট্রির অনেক সুপারস্টারকে দেখা গেছে টলিউডের কিছু হিট ছবিতে।
তবে এবার শোনা যাচ্ছে, টলিউডে পা রাখতে চলেছেন বলিউডের নবীন ও জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি হলেন প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী ‘শ্রীদেবী’র কন্যা “জাহ্নবী কাপুর” (Janhvi Kapoor)। ইদানিং বেশ কিছু বলিউড ছবিতে দেখা গেছে এই অভিনেত্রীকে। খবর অনুযায়ী, এবার দক্ষিণ ভারতীয় সিনেমাতে দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে। টলিউডের আসন্ন সিনেমা এন টি আর ৩০ (NTR30) তে অভিনয় করতে চলেছেন জাহ্নবী।
এন টি আর ৩০ (NTR30) ছবি নিয়ে ব্যাপক জল্পনাশোনা যাচ্ছে। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন বিখ্যাত দক্ষিনী অভিনেতা “এন টি আর জুনিয়র ” (Jr NTR)। এবং তার বিপরীতে নায়িকার ভূমিকায় দেখা যেতে পারে জাহ্নবী কাপুরকে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা পাওয়া যায়নি। একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, জাহ্নবী কাপুর প্রকাশ করেছেন যে, দক্ষিণী বংশোদ্ভূত একটি ছবিতে কাজ করার জন্য বেশ উন্মুক্ত।
তিনি এও বলেছিলেন, ‘জুনিয়র এনটিআর এর মত একজন অভিনেতার সাথে ছবিতে কাজ করাটাও সৌভাগ্যের। দুর্ভাগ্যবশত, অফারটি এখনও আমার কাছে আসেনি। আমি অপেক্ষা করছি এবং আমি আমার সেরাটা দেওয়ার আশা রাখছি’। জাহ্নবী কাপুর তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয়ের কথাও জানিয়েছেন। তিনি ক্লাসিক চলচ্চিত্রগুলো করতেও বেশি পছন্দ করবেন।