Skip to content

কাঁপতে চলেছে বক্স অফিস, এক ছবিতে এক ফ্রেমে এবার দেখা যেতে চলেছে জ্যাকি, সঞ্জয়, সানি, মিঠুনকে

    img 20220613 174837

    বিটাউন মানেই গ্ল্যামার আর ফ্যাশনের দুনিয়া। এই দুনিয়ায় নিজেকে ধরে রাখার ক্ষমতায় সর্বদা তৎপর থাকেন অভিনেতা অভিনেত্রীরা। বেশ কিছু বছর আগে এক ছবিতে হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীদের নিয়ে কাজ করা গেলেও, বর্তমানে এক ছবিতে সবাইকে নিয়ে আসা খুবই চাপের বিষয়।

    একটা সময় বলিউড ইন্ডাস্ট্রি কাঁপাতেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), জ্যাকি শ্রফ (Jackie Shroff), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), সানি দেওয়াল (Sunny Deol) এইসকল অভিনেতারা। তবে এখনও মাঝে মধ্যে কিছু কিছু ছবিতে এই সুপারস্টারদের দেখা যায়। তবে কোন দিনই সিনেমার এই মহারথীদের একই চলচ্চিত্রে একই ফ্রেমে দেখো যায় নি।

    img 20220613 174908

    তবে ঘটতে চলেছে এবার এই অসাধ্য সাধন। বিবেক চৌহান পরিচালনায় এবং জি স্টুডিও ও আহমেদ খানের প্রযোজনায় ‘বাপ’ ছবিতে এই ৪ মহারথীকে একসঙ্গে দেখা যেতে চলেছে। যা রীতিমত ঝড় তুলেছে স্যোশাল মিডিয়ায় সিনেমা প্রেমী মানুষদের মধ্যে।

    অ্যাকশান-থ্রিলার এই ছবিতে আশির দশকে এই ৪ অভিনেতা আবারও যে দর্শকদের মন জয় করে নেবেন, তা আর বলার অপেক্ষা রাখে না। এখন সঠিক দিন তারিখ ঠিক না হলেও, সম্ভবত ২০২৩ সালে ছবি মুক্তি পেতে পারে এই ছবি। আর দর্শকদের ধারণা, মুক্তি পেতেই সব রেকর্ড ভেঙ্গে দেবে এই ছবি।

    img 20220613 174933

    জানিয়ে রাখি, এই চারজনকে এক ছবিতে না দেখে গেলেও সঞ্জয় দত্ত, সানি দেওয়ালকে একসঙ্গে ‘যোদ্ধা’ ছবিতে এবং সানি দেওল ও জ্যাকিকে ‘বর্ডার’ এবং ‘ত্রিদেব’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা গিয়েছে। তবে পৃথক পৃথক ভাবে কাজ করলেও, এই প্রথমবার একসঙ্গে একছিবতে একফ্রেমে পাওয়া যেতে চলেছে এই ৪ সুপারস্টারকে।