বাংলা টিভি ইন্ডাস্ট্রিতে ধারাবাহিকের জনপ্রিয়তা আগাগোড়াই। ধারাবাহিক জগতে সর্বদাই লেগে থাকে টিআরপি দখলের লড়াই। জি-বাংলার নতুন জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে “পল্লবী শর্মা” অভিনয় করেছেন মুখ্য চরিত্রে। অভিনেত্রী এর আগেও বিভিন্ন ধারাবাহিকে দুর্দান্ত অভিনয় করেছিলেন। বর্তমানে তার জনপ্রিয়তা একজন সেলিব্রেটির থেকে কম নয়। অভিনেত্রী পল্লবী- জবা ও পর্ণা চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছেন।
অভিনেত্রীর নিজের জীবনের লড়াই সম্পর্কেও একবার ব্যক্ত করেছিলেন দিদি নাম্বার-১ এর মঞ্চে। তিনি জানিয়েছিলেন, ক্লাস ২-এ পড়া কালীন সময়ে তার মায়ের ব্রেন টিউমার ধরা পরে এবং তিনি কিছুদিন পর মারা যান। দুর্ভাগ্যবসত আইসিএসসি (ICSC) পরীক্ষার আগে তার বাবাও গত হন। জীবনের এই কঠিন পরিস্থিতিতে কখনো হাল ছাড়েননি অভিনেত্রী। সর্বদাই তার জীবন সংগ্রামের লড়াই চালিয়ে গেছেন।
পল্লবী, একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘আমি চাই লোক আমাকে করুণার দৃষ্টিতে না দেখুক, বরং লোকেরা আমাকে একজন সংগ্রামী মহিলা হিসেবে জানুক। আমার একাকীত্বই আমার বড় শক্তি’। তবে সম্প্রতি সময়ে সোশ্যাল মিডিয়ায় এই জনপ্রিয় অভিনেত্রীকে নিয়ে এক ভিডিও প্রকাশ্যে এসেছে, যার ক্যাপশনে লেখা হয়েছে, ‘জবার নগ্ন ভিডিও ফাঁস’!
এই বিষয়ে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি কোনও সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নই। যে কারণে সেখানে কী হচ্ছে সেটা আমি জানি না। আর আমি যে বিষয়টা নিয়ে কিছু জানি না, সেটা নিয়ে কী প্রতিক্রিয়া দেব’? একই সময়ে অভিনেত্রী আরো জানিয়েছেন যে, ‘আমি বিষয়টি নিয়ে একেবারেই ভাবি না। মানুষ হয়তো আমাকে নিয়ে চর্চা করতে ভালোবাসে। সেটা কখনো পজিটিভ, আবার কখনো নেগেটিভ। সেটা নিয়ে বেশি ভাবি না’।