ভারতের (india) কাছে গর্বের মুহূর্ত। চাঁদে (moon) বড়সড় আবিস্কার করে দেখাল ভারতীয় মহাকাশ গবেষনা সংস্থা ইসরো (Indian Space Research Organisation)। চার ফলে গোটা বিশ্বকে চমকে দেওয়ার পাশাপাশি ভারতের মাথা অনেকটাই উঁচু করে দিল এই সংস্থা।
রিপোর্ট বলছে, ISRO এর সৌজন্যে চাঁদে প্রথমবারের জন্যও সোডিয়ামের খোঁজ পাওয়া গেল। আর এই বিষয়টা ২০১৯ সালেই চাঁদের চারিদিকে ঘোরার সময় আবিষ্কার করেছিল ISRO। যার ফলে চাঁদের পৃষ্ঠের বহির্বিভাগে থাকা মিথস্ক্রিয়াগুলি অধ্যয়ন করার একটি সুযোগ পেলেন বিজ্ঞানীরা।
জানিয়ে রাখি, ইউআর রাও স্যাটেলাইট সেন্টারে তৈরি হওয়া লার্জ এরিয়া সফট এক্স-রে স্পেকট্রোমিটার দিয়ে এই বিশাল পরিমাণ সোডিয়াম খুঁজে পেয়েছে ISRO। এই যন্ত্র চাঁদে অবস্থিত সোডিয়াম অণুর একটি পাতলা স্তর খুঁজে বের করতে সক্ষম হয়েছে, যা চাঁদের কণার সাথে কিছুটা দুর্বলভাবে যুক্ত হয়ে রয়েছে।
তবে চাঁদের এক্সোস্ফিয়ার খুবই আঁটোসাঁটো এবং শক্তিশালী হওয়ায় সেখান থেকে এই সোডিয়াম খুঁজে পাওয়া খুবই বড় ব্যাপার। জানা গিয়েছে, চাঁদে থাকা এই সোডিয়াম খনিজ হিসাবে থাকার দরুণ সোডিয়াম অণুগুলিকে অতিবেগুনি বিকিরণের মাধ্যমে খুব সহজেই বের করে নেওয়া যেতে পারে। চন্দ্রযানের অরবিটারে থাকা এই এক্স-রে স্পেকট্রোমিটার এক্স-রে এর বৈশিষ্ট্যগত বর্ণালী থেকে সোডিয়াম খুঁজে পেয়েছে। আর ISRO-র এই সাফল্য বিশ্বের দরবারে ভারতের মান অনেকখানি বাড়িয়ে দিয়েছে।