Skip to content

নতুন মহাকাশ অভিযানের পথে ইসরো, এবার ভারতের সঙ্গে হাত মেলাচ্ছে জাপান

    img 20221109 125838

    চন্দ্রযান এবং চন্দ্রযান ২ এর পর আবারও চাঁদ নিয়ে নয়া মিশনে নামছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো (Indian Space Research Organisation)। তবে এবার ইসরোকে সঙ্গ দেওয়ার জন্য থাকছে পড়শি দেশ জাপান (japan)। অর্থাৎ এবার ইসরোর কাজে সাহায্য করবে জাপানও।

    মঙ্গল থেকে শুক্র, বিভিন্ন গ্রহে গবেষণার কাজ শুরু করতে চলেছে ইসরোর বিজ্ঞানীরা। তবে শেষ পাঠানো চন্দ্রযান অর্থাৎ চন্দ্রযান ২ চাঁদের গোপন পৃষ্ঠে নামার কথা থাকলেও, শেষমুহূর্তের কিছু যান্ত্রিক গোলযোগের কারণে তা ব্যর্থ হয়। তবে আবারও উঠে পড়ে লেগেছে ইসরো (isro)। আর এবার তাঁদের সঙ্গী জাপান।

    img 20221109 125852

    জাপানের (japan) সঙ্গে মিলিতভাবে নতুন কাজ নিয়ে আহমেদাবাদের ফিজিক্যাল রিসার্ট ল্যাবরেটরির ডিরেক্টর অনিল ভরদ্বাজ জানান, ‘এবার যৌথ উদ্যোগে অর্থাৎ জাপানের সঙ্গে মিলিতভাবে চাঁদে রোভার পাঠানো হবে। আর সেই বিষয় নিয়েই এখন আলোচনা চলছে পড়শি দেশের সঙ্গে। তবে আগামী বছরেরে শুরু দিকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণের পরিকল্পনা সম্পন্ন হওয়ার পরই জাপানের সঙ্গে নতুন চন্দ্রাভিযান শুরু করা হবে’।

    জানা গিয়েছে, সর্বদাই বরফাবৃত ও অন্ধকারাচ্ছান্ন হয়ে থাকা চাঁদের দক্ষিণ মেরু সংলগ্ন অংশে ঠিক কি রয়েছে, তা জানার জন্য একজোট হচ্ছে ভারত (india) এবং জাপান (japan)। আর এই কাজের জন্য পৃথিবীর কক্ষপথ থেকে ১৫ লক্ষ কিমি দূরে ৪০০ কেজি ওজনের একটি বিশেষ স্যাটেলাইট স্থাপন করা হবে। তবে প্রয়োজনে চন্দ্রযান-৩ এর রোভারটি পুনঃব্যবহার করাও হতে পারে।