বর্তমান সময়ে লাইমলাইটে রয়েছেন ভারতীয় ক্রিকেটার ঈশান কিষাণ (ishan kishan)। খুব অল্প সময়ের মধ্যেই ক্রিড়া জগতে নিজের নাম উজ্জ্বল করেছেন এই ক্রিকেটার। আইপিএলেও ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করতে দেখা গিয়েছে ইশান কিষাণকে (ishan kishan)। অভিষেক ম্যাচেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে সকলের মন জিতে নিয়েছেন ঈশান কিষাণ। তাঁর দুর্দান্ত ব্যাটিং ঝড়ে মন জিতে নিয়েছে ক্রিকেট প্রেমীদের।
সম্প্রতি সময়ে ক্রিকেটার ঈশান কিষাণের সঙ্গে তাঁর বান্ধবী অদিতি হুন্ডিয়ার (Aditi Hundia) নামও সংবাদ শিরোনামে উঠে আসছে। ঈশান কিষাণের দুর্দান্ত ব্যাটিংয়ের মতোই তাঁর বান্ধবীও সর্বত্র প্রশংসিত হচ্ছেন। অসাধারণ সৌন্দর্য্যের অধিকারী ঈশান কিষাণের বান্ধবী, যার রূপের ছটায় ঘায়েল করে দিতে পারে যে কোন বলি অভিনেত্রীকে।
ফ্যাশন সিটিতে একটি বিখ্যাত মুখ হিসাবে পরিচিত অদিতি হুন্ডিয়া। স্যোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভও থাকতে দেখা যায় অদিতি হুন্ডিয়াকে। নিজের সুন্দর সুন্দর ফটো শেয়ার করার পাশাপাশি নানাধরনের ভিডিও ভাগ করে নিতেও দেখা যায় ভক্তদের সঙ্গে। নেটদুনিয়ায় কিছু পোস্ট করার সঙ্গে সঙ্গেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল পোল্যান্ডে মিস সুপারন্যাশনাল প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করতে। তাঁর সৌন্দর্য্যে পাগল অগণিত ভক্তকূল। ২০১৬ সালে ‘এলিট মিস রাজস্থান’এ রানার আপ হয়েছিলেন তিনি। মডেলিং কেরিয়ারে নিজের দক্ষতা প্রকাশ করার জন্য কঠোর পরিশ্রম করেছিলেন অদিতি হুন্ডিয়া।
এখানেই শেষ নয়, ২০১৭ সালে ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালিস্টও হয়েছিলেন তিনি। এরপর ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া অ্যাওয়ার্ডে সম্মানিত হন অদিতি হুন্ডিয়া। এককথায় সৌন্দর্য্যের দিক থেকে যে কোন বলি অভিনেত্রীকে হার মানাতে পারবেন ঈশান কিষাণের (ishan kishan) বান্ধবী অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)।
একদিকে ক্রিকেট কেরিয়ার সুন্দরভাবে সামলাচ্ছেন ক্রিকেটার ঈশান কিষাণ। আর অন্যদিকে মডেলিং-এ নিজের কেরিয়ার আর এগিয়ে নিয়ে যাওয়ার দিকে মনোনিবেশ করেছেন অদিতি হুন্ডিয়া (Aditi Hundia)। তবে তারা বহুদিন ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে থাকলেও, বিয়ের বিষয়ে এখনও বিশেষ কিছু তথ্য দেননি।