ওটিটি প্ল্যাটফর্মে দারুণ সফলতা পেয়েছে মির্জাপুর এবং মির্জাপুর 2 ওয়েব সিরিজ। এই সিরিজের প্রত্যেকটি চরিত্রই আলাদা আলাদা পরিচয় বহন করে। স্যোশাল মিডিয়ায় ছরিয়ে গিয়েছে কালিন ভাইয়া থেকে মুন্না ভাইয়া, গুড্ডু এবং বাবলুরা। এমনকি এই ওয়েব সিরিজ এতোখানি জনপ্রিয় হয়েছে যার সংলাপও মুখে মুখে ঘুরছে মানুষের।
এই ওয়েব সিরিজে অভিনেতাদের পাশাপাশি অভিনেত্রীরাও সমানভাবে চর্চিত হচ্ছে। দুর্দান্ত অভিনয়ের জন্য প্রশংসা পাচ্ছেন সকল অভিনেতা অভিনেত্রীরাই। এর মধ্যে মির্জাপুর 2-এ মাধুরী দীক্ষিতের চরিত্রে ইশা তলওয়ার (Isha Talwar) নিজের শক্তিশালী অভিনয় সত্ত্বাকে কাজে লাগিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। তাঁর প্রতিটি সংলাপ ঘুরছে দর্শকদের মুখে মুখে।
পর্দায় ইশাকে (Isha Talwar) খুব সাদামাটা চরিত্রে দেখা গেলেও, বাস্তব জীবনে ভীষণই সুন্দর এবং সাহসী একজন মানুষ তিনি। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেল থেকে একটি ছবি শেয়ার করে নিয়েছেন ইশা। যেখানে তাঁকে বিকিনি পরে সমুদ্রে মজা করতে দেখা গিয়েছে। এই ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে ঝড় তুলেছেন এই অভিনেত্রী।
ছবিটি শেয়ার করার সঙ্গে সঙ্গেই লাইক, কমেন্ট এবং শেয়ারের বন্যা বয়ে গিয়েছে ইশার (Isha Talwar) অ্যাকাউন্টে। বিকিনিতে অভিনেত্রীকে দেখে অনেকেই তাঁকে হট এবং সাহসী বলে মন্তব্যও করেছেন। পর্দার পাশাপাশি বাস্তবজীবনেও যে ইশা কতোটা সুন্দর এবং গ্ল্যামারাস, সেটা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেল দেখলেই বোঝা যায়।