আমাদের দেশ ভ্রমন প্রিয় দেশ। বিশেষ করে ভ্রমণ প্রেমীরা গ্রীষ্মের মরশুমে পাহাড়ি এলাকায় ভ্রমণ করতে পছন্দ করে। যারা ভ্রমণের অনুরাগী আজকের প্রতিবেদনে তাদের জন্য নিয়ে এসেছে দারুন সুখবর। আসলে এই ধরনের লোকেদের জন্য, ভারতীয় রেলওয়ে একটি বিশেষ প্যাকেজ তৈরী করেছে। আপনি যদি হিমালয় অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা করেন তাহলে আইআরসিটিসি (IRCTC) প্যাকেজটি আপনার জন্য উপযুক্ত হবে। চলুন জানি IRCTC-র ‘গ্লোরী অফ হিমালয়া'(Glory of Himalaya) প্যাকেজের কি কি সুবিধা রয়েছে?
ভারতীয় রেলওয়ে বিশেষ পর্যটন প্যাকেজ ‘গ্লোরি অফ হিমালায়ায়’ থাকছে একসাথে অনেক পাহাড়ি পর্যটন ভ্রমন করার সুবিধা। এই প্যাকেজে আপনি ট্রেনের মাধ্যমেই সিমলা, মানালি, চন্ডিগড়ের মত জায়গা ঘুরতে পারবেন। 9 দিন ও 8 রাতের এই প্যাকেজে থাকছে সকালের টিফিন ও রাতের খাবারের ব্যবস্থা। ভ্রমণকারীদের জন্য থাকছে AC তৃতীয় স্তরের ভ্রমণ করার সুবিধা। এছাড়া এই প্যাকেজে আপনাকে ডিলাক্স হোটেলে 6 রাত থাকার সুবিধা দেয়া হচ্ছে।
IRCTC-র পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রতি শুক্রবার রাত 10:40 এ ট্রেনটি রানী কমলাপতি স্টেশন থেকে যাত্রা শুরু করবে। প্রথম দিন ট্রেনটি ভোপালে যাবে এবং দ্বিতীয় দিন দিল্লি হয়ে সিমলায় স্টপেজ করবে। তৃতীয় দিন সিমলার সৌন্দর্য দেখার সুবিধা থাকছে।
চতুর্থ দিন ট্রেনটি সিমলা থেকে মানালি পৌঁছাবে। পঞ্চম দিনে আপনি মানালির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এরপর ষষ্ঠ দিনে ট্রেনটি ‘রোহাটাং পাসের স্নো পয়েন্ট’ এগিয়ে যাবে। সপ্তম দিনে আপনি মানালি থেকে চন্ডিগড়ের দিকে সফর করবেন। অষ্টম দিনে চন্ডিগড়ের সৌন্দর্য উপভোগ করবেন। এরপর নবম দিনের ট্রেনটি আবার ভোপালে পৌঁছাবে।
প্যাকেজটি জানার পর আপনাদের অনেকের মনেই ভ্রমণের কৌতুহল জেগে উঠেছে। এর সাথে প্যাকেজ প্রতি খরচ জানতে আপনারা আগ্রহী? তাহলে চলুন জেনে নেয়া যাক। যদি আপনারা দুইজন হন তাহলে প্যাকেজে খরচ পড়বে মাথাপিছু 35,600 টাকা। যদি তিন জনের শেয়ারিং হয় তাহলে খরচ পড়বে মাথাপিছু 28000 টাকা। আর 5 থেকে 11 বছরের মধ্যে বাচ্চাদের খরচ পড়বে 22100 টাকা।