Skip to content

১০ মাস আগে নদীতে পড়েছিল ফোন, এখনও ঠিক কাজ করছে দেখে অবাক ব্যাক্তি

    img 20220707 102125

    জলের মধ্যে ভুলবশত আমাদের মোবাইল ফোন কারো না কারো হাত ছাড়া হয়ে থাকে। যদি আমাদের স্মার্টফোনটি জলের মধ্যে হাতছাড়া হয়ে থাকে তাহলে সেই ফোনের আশা খুব কমই রাখি। কারন সেই ফোনের ডিভাইস আর আগের মত চালু থাকে না। কিন্তু আজকের প্রতিবেদনে এমনই এক ঘটনা সামনে এনেছি জানলে আপনিও অবাক হয়ে যাবেন। আসলে 10 মাস আগে এক ব্যক্তির iPhone নদীতে পড়ে গিয়েছিল, যা ফেরত পেয়েছে পুরোপুরি আগের অবস্থায়। আসুন জানা যাক পুরো খবর!

    img 20220707 102220

    সম্প্রতি, ২০২১ সালে আগস্ট মাসে ওয়াই নামক নদীতে ওয়েন ডেভিস, কানোয়িং করার সময় ওই ব্যক্তির iphone জলের মধ্যে পড়ে গিয়েছিল। এর 10 মাস পর জল থেকে ফোনটি পাওয়া যায়। ব্যাক্তিটি ফোন হাতে পেয়ে খুব খুশি সে ভাবিনি ফোনটি কখনো সে পাবে এবং পুরোপুরি আগের অবস্থা। কারণ নদীতে ছিল জলমগ্ন।

    জানানোর জন্য বলি, 10 মাস পর ওয়াই নদীতে যখন পুনরায় কাজ শুরু হয় তখন এই ফোনটি পাওয়া গিয়েছিল। ফোনটি পাওয়ার পর যখন চার্জারে লাগানো হয় তখন দেখা যায় ফোনটি আগের মতই কাজ করছে। ফোনের স্ক্রিনসেভারে এক দম্পতির ছবি ছিল এবং গ্যালারিতে ছিল ফ্যামিলির অনেক গ্রুপ ফটো।

    img 20220707 112658

    এরপর ফোনের মালিককে খুঁজতে সোশ্যাল মিডিয়ার একটি গ্রুপে এই iphone নিয়ে পোস্ট করা হয়। যেখানে পরিবারের ছবি সমেত এই পোস্ট শেয়ার করা হয়েছিল। উল্লেখ্য, পোস্টটি এতটাই ভাইরাল হয়েছিল যে 4000 বার শেয়ার করা হয়েছিল। বিবিসি রিপোর্ট অনুযায়ী, ফোনের মালিক ওয়েন ডেভিস ও তার বন্ধুদের দ্বারা ছবি শনাক্ত করা হয়েছিল। তারপর তার হাতে ফোনটা তুলে দেওয়া হয়।

    ওয়েন ডেভিস বলেন, তিনি মিগুয়াল পাচেকড় প্রজেক্ট থেকে তার ফোনটি পেয়েছেন, এতে করে তিনি খুব মুগ্ধ। তিনি কখনো ভাবিনি ফোনটি আগের মতোই পুরো ঠিকঠাক কাজ করবে। তিনি আরও বলেন, iphone-শুধু ঐতিহ্যের দিক দিয়ে নয়, ডিভাইসের দিক দিয়েও অনেকটাই এগিয়ে সাধারণ স্মার্টফোনের থেকে, এটা মানতে হবে।