Skip to content

মাসে বিনিয়োগ করুন ৮ হাজারেরও কম, পেয়ে যান ৫০ লক্ষ রিটার্ন! দুর্দান্ত স্কিম নিয়ে এল LIC

    lic

    মানুষ সর্বদাই সুরক্ষিত বিনিয়োগে বিশ্বাসী। আর জীবনে বড় হওয়ার স্বপ্ন সব মানুষই দেখে। তাই বর্তমান সময়ে LIC (Life Insurance Corporation) যে পলিসি নিয়ে এসেছে, তা সর্বসাধারণের জন্যই। আর এই পলিসি অত্যন্ত প্রয়োজনীয় এবং জরুরীও।

    সাধারণ মানুষের কথা মাথায় রেখে এক দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে LIC (Life Insurance Corporation)। বছরের বিভিন্ন সময়ে নানারকম স্কিম সাজিয়ে নিয়ে আসে LIC, যা মানুষ প্রয়োজনে ব্যবহার করে থাকেন। পূর্বেও নানা রকম পলিসি বাজারে নিয়ে এসেছে LIC। আর এবারের তিনটি আল্ড আলাদা টার্মে উপলব্ধ পলিসি জীবন লাভ (Jeevan Labh)। যেখানে আপনার ইচ্ছেমত আপনি অর্থ বিনিয়োগ করতে পারবেন।

    lic

    ৮ বছর থেকে ৫৯ বছর বয়সী ব্যক্তিরা এই পলিসিতে নিজেদের অর্থ বিনিয়োগ করতে পারবেন। সর্বনিম্ন ২ লক্ষ টাকা এই প্ল্যানে বিনিয়োগ করতে পারবেন গ্রাহকরা।

    এই স্কিমে যদি কোন ব্যক্তি ১৬ বছরের প্ল্যান নিয়ে থাকেন তাহলে তাঁকে ১০ বছর অবধি প্রিমিয়াম জমা দিতে হবে। আবার যদি কোন ব্যক্তি ২১ বছরের প্ল্যান নিতে চান, তাহলে তাঁকে ১৫ বছর অবধি এবং ২৫ বছরের প্ল্যান নিলে ১৬ বছর পর্যন্ত প্রিমিয়াম জমা দিতে হবে।

    এই পলিসির সবথেকে গুরুত্বপূর্ণ ভাগ হল অর্থ বিনিয়োগ করা। সেক্ষেত্রে যদি কোন ব্যক্তি ২৫ বছরের জন্য ২০ লক্ষ টাকার প্ল্যান নিয়ে থাকেন, তাহলে তাঁকে ১৬ বছর অবধি প্রিমিয়াম দিতে হবে। সেক্ষেত্রে বছরে প্রিমিয়াম দিলে ৯১৫৬৯ টাকা, প্রতি মাসে ৭৯৬০ টাকা প্রিমিয়াম দিতে হবে। এরপর ৫০ বছর হলে সেই ব্যক্তি ৫২৫০০০০ টাকা ফেরত পাবেন।