উপার্জিত অর্থ বাড়িয়ে নিতে অনেকেই শেয়ার মার্কেটে অর্থ বিনিয়োগ করে থাকেন। কিন্তু এদিকে আবার শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ মানে তা ঝুঁকি সাপেক্ষও বটে। সেক্ষেত্রে কি করবেন? উপার্জিত অর্থ কোথায় সঞ্চয় করবেন? জেনে নিন।
গ্রাহকদের জন্য এক বার্ষিক স্কিম নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)। এই খাতে অর্থ বিনিয়োগ করলে, নেই কোন ঝুঁকি, থাকবে না কোন দুশ্চিন্তাও।
SBI (State Bank of India) এর এই বার্ষিক স্কিমে গ্রাহককে ২৫ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এই স্কিম ২৫ হাজার টাকা থেকেই শুরু হচ্ছে। সুদের ক্ষেত্রে SBI ব্যাংকের কর্মী এবং প্রাক্তন কর্মীরা সাধারণের চেয়ে ১ শতাংশ বেশি সুদ পাবেন। অন্যদিকে আবার প্রবীণ নাগরিকরা পাবেন ০.৫ শতাংশ অতিরিক্ত সুদ। সেইসঙ্গে যোগ হবে ডিপোজিট এর সুদের হারও।
সেইসঙ্গে আরও জানিয়ে রাখি, গ্রাহকের সেভিংস অ্যাকাউন্ট বা চলতি অ্যাকাউন্টে টিডিএস কাটার পরেই বার্ষিক অর্থ প্রদান করা হবে। বিনিয়োগের পর থেকে নির্ধারিত তারিখেই টাকা পাবে গ্রাহক। প্রয়োজনে গ্রাহক বার্ষিক ব্যালেন্সের ৭৫% পর্যন্ত লোন নিতে পারবেন।
ভারতের যে কোন নাগরিক ৩৬, ৬০, ৮৪ এবং সর্বোচ্চ ১২০ মাসের জন্য এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। প্রতি মাসে সর্বনিম্ন ১০০০ টাকা থেকে সর্বোচ্চ আপনার ইচ্ছেমত বিনিয়োগ করতে পারবেন। মোট জমা করা অর্থের ওপর সুদ পাবেন সারা বছর। একসঙ্গে অনেকটা টাকা মধ্যবিত্তের পক্ষে বিনিয়গ করা সম্ভব নয়। সেক্ষেত্রে SBI (State Bank of India) -এর এই স্কিম বেশ সহজলভ্য।