Skip to content

গ্ল‍্যামারের দিক থেকে হার মানাবে বলিউডের অভিনেত্রীদের, CID-র ‘দয়া’র স্ত্রীর ছবি দেখলে ফিদা হবেন আপনিও

    img 20220615 003224

    সনি টিভি’র (Sony Tv) প্রাচীনতম অনুষ্ঠান সিআইডি (CID) দুই দশক ধরে টিভিতে তার আধিপত্য বজায় রেখেছে। সিআইডির সব অভিনেতাই দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এই শো’এর সংলাপগুলোও বেশ বিখ্যাত। সিআইডি শো’তে এসিপি থেকে ইন্সপেক্টর ‘দয়া’ ও ‘অভিজিতে’র চরিত্রগুলো দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

    cid660

     

    তাদের আসল নাম এর পরিবর্তে অভিনীত চরিত্রের নামেই তারা বেশি পরিচিত। ইন্সপেক্টর দয়ার পেশাগত জীবন সম্পর্কে অনেকেরই অনেক কিছু জানা, তবে আলোচ্য বিষয় এই অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে। দয়ার আসল নাম দয়ানন্দ শেট্টি এবং তার স্ত্রীর নাম স্মিতা শেট্টি। সিআইডিতে দয়ার বলিষ্ঠ ও শক্তিশালী ভূমিকা দর্শকের হৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছে।

    জানা যায়, দয়া একজন ক্রীড়াবিদ ছিলেন। দয়ার পায়ে আঘাত লাগার কারণে তাকে খেলা ছেড়ে দিতে হয়েছিল। এক সময়ে অভিনেত্রী ‘মোনা’র সঙ্গেও যুক্ত হয়েছিল দয়ার নাম। অভিনেত্রী মোনা টিভি ইন্ডাস্ট্রির একজন সুপরিচিত অভিনেত্রী এবং তিনি বিয়ের আগেই মা হয়েছিলেন বলে শোনা যায়। সে সময় দিয়ার বিরুদ্ধে এই সন্তানের বাবার অভিযোগ এসেছিলো।

    img 20220615 002713

    এই বিষয়ে যদিও দয়া ও মোনা দুজনেই মিডিয়ার সামনে কোন কথা বলেননি। তথ্য হিসেবে কোন কিছুই প্রকাশ্যে আসেনি। অভিনেতা দয়াকে এই জনপ্রিয় সিরিয়াল ছাড়াও বড় পর্দায় অভিনয় করতে দেখা গেছে। তার দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি দর্শকরা তার ফিটনেসের প্রসংসাও করে থাকে। ব্যাক্তি হিসেবে দয়া খুবই দয়ালু ও ন্যায়পরায়ণ বলে জানা যায়।