মানুষ আজ অনেক বিলাসবহুল ও সৌখিন হয়ে উঠেছে। নিজেদের সুবিধার্থে ও সময় বাঁচানোর ক্ষেত্রে নানা রকম পরিকল্পনা ও উদ্যোগ নিয়ে চলেছে। যাত্রাপথে যানজট পেরিয়ে কর্মস্থানে গিয়ে সেখান থেকে বাড়ি ফিরতেই দিনের অর্ধেকটা সময় পেরিয়ে যান মানুষজনের। হাতে সময় নিয়ে বেরোলেও, দেখা যায় রাস্তাতেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে। সেক্ষেত্রে গাড়ি যদি উড়তে পারত, কতই না ভালো হত বলুন তো!
এবার আর কোন বিদেশী সংস্থা নয়, ভারতীয় স্টার্টআপ ইপ্লেন (ePlane) দেশের প্রথম উড়ন্ত ইলেকট্রিক ট্যাক্সির কথা সগর্বে ঘোষণা করল। এই ইলেকট্রিক ভার্টিক্যাল টেকঅফ অ্যান্ড ল্যান্ডিং বা ইভিটল (eVTOL) তৈরি করে তাক লাগাল আইআইটি মাদ্রাজের এক কোম্পানি। সম্প্রতি বেঙ্গালুরুতে ‘এরো ইন্ডিয়া শো’-তে এই ইপ্লেনের মডেল প্রকাশ করল এই সংস্থা।
সাধারণ গাড়ির থেকে ১০ গুণ বেশি গতি সম্পন্ন এই ইপ্লেন এক চার্জে একটানা দুশো কিলোমিটার পথ চলতে পারবে বলে জানা গিয়েছে। অফিস টাইমে যানজট পেরিয়ে দ্রুত কর্মস্থানে পৌঁছাতে এই গাড়ি ব্যবহার করার জন্য বর্তমান সময়ে রাইড হেইলিং সংস্থা উবের (Uber) প্রায় দ্বিগুণ ভারা দিতে হবে যাত্রীদের।
জানিয়ে রাখি, মাত্র ২৫ স্কোয়ার মিটার জায়গাতেই অনায়াসে পার্ক করে রাখা যাবে এই উড়ন্ত ট্যাক্সিটি বা ইপ্লেনকে। যাত্রী সহ হেলিকপ্টারের থেকে দ্রুত গতিতে গন্তব্যে পৌঁছে দিলেও, ভাড়া কিন্তু হেলকপ্টারের থেকে অনেকটাই কম থাকছে। ঘণ্টায় ১৫০ থেকে ২০০ কিলোমিটার বেগে ছুটতে পারবে এই গাড়ি।
এই মুহুর্তে এই গাড়ি চালানোর জন্য একজন চালকের প্রয়োজন হলেও, ভবিষ্যতে অটোনোমাস প্রযুক্তির সাহায্যে আর কোন চালকের প্রয়োজন পড়বে না। সর্বোচ্চ ৪৫৭ মিটার বা ১,৫০০ ফুট উচ্চতায় সক্ষম এই গাড়ি ৪ টি পাখা রয়েছে এবং ওজন প্রায় ২০০ কেজি।