ছোট থেকেই ভালোবাসতেন ক্রিকেট, ছিলেন পাগলও। আর সেই ভালোবাসার জোরেই জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলে (indian cricket team)। অন্যদিকে আবার নিজের যোগ্যতায় যুক্ত রয়েছেন মোটা টাকার এবং সম্মানীয় সরকারী চাকরীর সঙ্গেও।
কপিল দেব (Kapil Dev)- ভারতীয় দলকে প্রথম বার বিশ্বকাপ জয়ের স্বাদ ১৯৮৩ সালে আস্বাদন করিয়েছিলেন কপিল দেব। ক্রিকেট কেরিয়ারে ১৩১ টেস্টে ৫২৪৮ রান ও ৪৩৪ উইকেট এবং ২২৫ ওয়ানডেতে ৩৭৮৩ রান ও ২৫৩টি উইকেট নেওয়ার পর ২০০৮ সালে ভারতীয় সেনার তরফে তাকে লেফটেন্যান্ট কর্নেল পদ দেওয়া হয় তাঁকে।
শচীন তেন্ডুলকর (Sachin Tendulkar)– ২২ গজের যুদ্ধে ‘মাস্টার ব্লাস্টার’ শচীন তেন্ডুলকর দুর্দান্ত ইনিংস খেলেছেন। পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর তরফে তার সম্মানরক্ষার্থে গ্রুপ ক্যাপ্টেন পদ দেওয়া হয়েছে।
মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)- ক্রিকেট জগতে সুনাম অর্জন করার পূর্বে খড়গপুর রেল স্টেশনে একজন টিকিট কালেক্টর হিসেবে কাজ করতেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর ২০১১ বিশ্বকাপ জয়ের সম্মানে ভারতীয় সেনার পক্ষ থেকে একজন লেফটেন্যান্ট কর্নেল সম্মান দেওয়া হয় ধোনিকে। জানিয়ে রাখি, ৯০ টেস্টে ৪৮৭৬ রান, ৩৫০ ওয়ানডেতে ১০,৭৭৩ রান এবং ৯৮ টি টি-টোয়েন্টি ম্যাচে ১৭১৬ রানের অধিকারী ধোনি।
হরভজন সিং (Harbhajan Singh)- ২০১৫ সালে শেষবারের মত ভারতের জার্সি গায়ে খেলতে দেখা গিয়েছিল ভারতোয় ক্রিকেট দলের (indian cricket team) প্রাক্তন অফস্পিনার হরভজন সিং কে। ক্রিকেট জীবনে ১০৩ টেস্টে ৪১৭ উইকেট, ২৩৬ ওয়ানডেতে ২৬৯ উইকেট এবং ২৮ টি-টোয়েন্টিতে ২৫টি উইকেট নিয়ে বর্তমানে একজন পাঞ্জাবি ডেপুটি সুপারিনটেনডেন্ট পুলিশের পদে রয়েছেন তিনি।
যোগিন্দর শর্মা (Joginder Sharma)– বর্তমান সময়ে একজন পুলিশ সুপার হলেও, একটা সময় ভারতীয় ক্রিকেট দলের (indian cricket team) হয়ে খেলতেন ক্রিকেটার যোগিন্দর শর্মা। তবে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ওভারের পর আর তাঁকে ভারতের হয়ে মাঠে নামতে দেখা যায়নি। এরপর হরিয়ানা সরকারের তরফ থেকে পুরস্কৃত হওয়ার পর পুলিশে যোগ দেন এই ক্রিকেটার।
যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)- সরকারি আয়কর বিভাগে চাকরি করেন ভারতীয় দলের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। এখানেই শেষ নয়, ক্রিকেটের পাশাপাশি একজন দাবা খেলোয়াড় এবং চ্যাম্পিয়নও তিনি। জানিয়ে রাখি, ভারতের এই ক্রিকেটার ৬১ ওয়ানডেতে ১০৪টি উইকেট এবং ৫৪ টি-টোয়েন্টিতে ৬৮টি উইকেট নিয়েছেন।
কেএল রাহুল (KL Rahul)- ভারতীয় দলের হয়ে ৪৩ টেস্টে ২৫৪৭ রান, ৪২ ওয়ানডেতে ১৬৩৪ রান এবং ৫৬ টি-টোয়েন্টিতে ১৮৩১ রান করেছেন ভারতীয় দলের ওপেনার কেএল রাহুল। তবে একজন দক্ষ ক্রিকেটার হওয়ার পাশাপাশি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একজন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদেও রয়েছেন তিনি।