Skip to content

খুশির হাওয়া ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে, দীঘা যাওয়ার ৪ টি স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল

    বাঙালীর ভ্রমণ তালিকার মধ্যে সর্বপ্রথম যে নামটি আসে, সেটি হল দীঘা (digha)। ‘দীপুদা’ এই নামের মাঝেই সর্বপ্রথমে রয়েছে দীঘা (digha)। কম খরচে এবং অল্প দিনে মন ভালো করার জায়গা হচ্ছে দীঘা (digha)। বছরের সবসময়ই এখানে পর্যটকদের ভিড় লক্ষ্য করা যায়। তবে গরমে একটু বেশি পর্যটকদের ভিড় থাকে দীঘায়।

    দেশ-বিদেশের বহু পর্যটক আসে এখানে। এবার গরমে দীঘায় পর্যটকদের ভ্রমণে যাতে কোন সমস্যা না হয়, সেজন্য ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিল ভারতীয় রেল (indian railway)। চালু করা হল ৪ টি স্পেশাল ট্রেন।

    জানা গিয়েছে, সাঁতরাগাছি এবং দীঘার মধ্যে যাতায়াত করবে এই ৪ টি স্পেশাল ট্রেন। আর এই ট্রেন চলবে গ্রীষ্মকালে দেড় মাস ধরে। আর এই ট্রেন যাত্রাকালে উলুবেড়িয়া, বাগনান, মেচেদা, তমলুক এবং কাঁথি স্টেশনে স্টপেজ দেবে।

    এই খবর শোনার পর খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে ভ্রমণ পিপাসু মানুষদের মধ্যে। পূর্বে হাওড়া থেকে ট্রেন ধরে কিংবা বাসে করে যাওয়া যেত দীঘা। এবার সাঁতরাগাছি থেকেও এই স্পেশাল ট্রেন চালু হওয়ায়, অনেক সুবিধা হল পর্যটকদের।

    দেখে নিন ট্রেনের তালিকা-

    ০২৮৪৭ সাঁতরাগাছি-দীঘা স্পেশালঃ ২৮ শে মে থেকে আগামী ৯ ই জুলাই পর্যন্ত প্রতি শনিবার সকাল ৯ টা বেজে ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে বেলা ১২ টা বেজে ৪৫ মিনিটে দীঘায় পৌঁছাবে এই ট্রেন।

    ০২৮৪৮ দীঘা-সাঁতরাগাছি স্পেশালঃ ২৮ শে মে থেকে আগামী ৯ ই জুলাই পর্যন্ত প্রতি শনিবার ১ টা বেজে ১০ মিনিটে দীঘা থেকে ছেড়ে বিকেল ৪ টে বেজে ৫০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে এই ট্রেন।

    ০২৮৯৭ সাঁতরাগাছি-দীঘা স্পেশালঃ ২৯ শে মে থেকে আগামী ১০ ই জুলাই পর্যন্ত প্রতি রবিবার সকাল ৮ টা বেজে ১০ মিনিটে সাঁতরাগাছি থেকে ছেড়ে সকাল ১১ টা বেজে ৫৫ মিনিটে দীঘায় পৌঁছাবে এই ট্রেন।

    ০২৮৯৮ সাঁতরাগাছি-দীঘা স্পেশালঃ ২৯ শে মে থেকে আগামী ১০ ই জুলাই পর্যন্ত প্রতি রবিবার দুপুর ১ টা বেজে ১০ মিনিটে দীঘা থেকে ছেড়ে বিকেল ৪ টে বেজে ২০ মিনিটে সাঁতরাগাছি পৌঁছাবে এই ট্রেন।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading