Skip to content

নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর, গরম থেকে বাঁচাতে লোকাল ট্রেনে এসি চালু করছে ভারতীয় রেল

    রেকর্ড পরিমাণে বাড়ছে গরম, তীব্রদাবদাহে জ্বলছে প্রাণীকূল। এই সময় কয়েকদিন বৃষ্টির দেখা মিললেও, আবার দেখা গিয়েছে কাঠফাটা রোদ। সূর্য যেন একেবারে মাথার উপর চড়ে নৃত্য করছে বলে মনে হচ্ছে।

    এই পরিস্থিতিতে প্রবল অস্বস্তিতে পড়েছে নিত্যযাত্রীরা। কর্মস্থলে যাওয়ার জন্য প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে অফিস পৌঁছানোর আগেই, হাফিয়ে যাচ্ছেন না। তবে এই পরিস্থিতিতে এক সুখবর দিল রেল কর্তৃপক্ষ (indian railway)। বাণিজ্যনগরীর চাঁদিফাটা রোদের হাত থেকে যাত্রীদের সুরক্ষা দিতে এসি ট্রেন বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল রেল কর্তৃপক্ষ (indian railway)।

    মুম্বাইতে বেশ কিছু এসি লোকাল ট্রেন চালানো হয়ে থাকে। অত্যাধিক গরমের থেকে যাত্রীদের কিছুটা হলেও আরাম দেওয়ার জন্য এই ব্যবস্থা করা ছিল। মধ্য রেলের তরফ থেকে ৫০ শতাংশ ভাড়া হ্রাস করার পর এবার সেই এসি ট্রেন (ac train) বেশকিছুটা বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল ভারতীয় রেল (indian railway)। তবে কলকাতার জন্য কবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়, এখন সেটাই দেখার।

    জানা গিয়েছে, মুম্বই শহরে মেইন লাইন এবং হারবার লাইনে এই এসি ট্রেনের সংখ্যা বাড়াতে চলেছে মধ্য রেল। আগে ছিল ৪৪ টি এসি ট্রেন (ac train)। এখন সেখানে আরও ১২ টি যুক্ত করা হচ্ছে। যার ফলে কিছুটা হলেও স্বস্তি মিলবে নিত্যযাত্রীদের।

    সঙ্গে বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যাও। আগে ছিল ৬৭৩ টি, আর এখন বেড়ে দাঁড়াচ্ছে ৬৮৭ টি। জানিয়ে রাখি, এই অতিরিক্ত ট্রেন পাওয়া যাবে শুধুমাত্র ছুটির দিনে। অন্যদিকে অতিরিক্ত এসি ট্রেন (ac train) রবিবার এবং ছুটির দিনেও থাকছে। এই খবরে কিছুটা হলেও খুশির উদ্রেক হয়েছে যাত্রীদের মধ্যে।