ভারতের ইতিহাসে রেল (Rail) একটি অপরিহার্য সম্পদ। যাত্রীদের কাছে রেলের গুরুত্ব অপরিসীম। নতুন বছরেই বড়োসড়ো প্রাপ্তি ঘটেছে বাংলার। সদ্য চালু হয়েছে হাওড়া-জলপাইগুড়ি ‘বন্দে ভারত এক্সপ্রেস’ (Vande Bharat Express), তবে পরিষেবা শুরুর দ্বিতীয় দিনেই পাথর ছোড়া হল “বন্দে ভারত এক্সপ্রেসে”। গত সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারতের একটি কোচকে লক্ষ্য করে পাথর ছোড়া হয়। তার জেরে ক্ষতি হয় ট্রেনের একটি কামরার এবং ভেঙে যায় কোচের দরজার কাঁচ।
বন্দে ভারত ট্রেনে পাথর ছোড়ার ঘটনা ধীরে ধীরে অনেক বড় আকার নিচ্ছে। চারিদিকে ঝড় উঠছে প্রতিবাদের। তথ্য অনুযায়ী, ১লা জানুয়ারি থেকে যাত্রা শুরু করেছে বন্দে ভারত। একদিন পরে সোমবার নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া রুটে মালদা স্টেশনের কাছে কোন ব্যাক্তি ট্রেনকে উদ্দেশ্য করে পাথর ছুড়েছিল, যার কারণে ‘কোচ সি-১৩’ এর দরজা ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনার পর বিশৃঙ্খলা দেখা দেয় গোটা ট্রেনে।
অন্যদিকে, পশ্চিমবঙ্গে বিরোধী দলের নেতা ‘শুভেন্দু অধিকারী’র পাশাপাশি অনেক সাধারণ মানুষ এই ঘটনার NIA তদন্তের দাবি জানিয়েছেন। শুভেন্দু অধিকারী টুইট করে বলেছেন, ‘এই ঘটনাটি দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের মালদা জেলায় ভারতের গর্ব বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া হয়েছে। উদ্বোধনের দিনই কি ‘জয় শ্রী রাম’ স্লোগানের প্রতিশোধ? আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতীয় রেলের কাছে এই বিষয়টির তদন্ত এনআইএ (Natonal Investigation Agency)-কে হস্তান্তরের জন্য অনুরোধ করছি’।
বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে থাকা রেলওয়ের কর্মচারী আসিফ খান বলেন, ‘অন্ধকারে কে এবং কী উদ্দেশ্য নিয়ে পাথর ছুড়েছে তা এখনও জানা যায়নি’। তবে রেলের আধিকারিকরা পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত চেয়েছেন। খবর অনুযায়ী, ট্রেনটি মালদা স্টেশনে পৌঁছানোর ঠিক আগে কুমারগঞ্জ এলাকা চত্তরে বাইরে থেকে ট্রেনের কোচে পাথর ছোড়ার ঘটনাটি ঘটেছিল। এখন দেখার বিষয় এই বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে জল আর কতদূর গড়ায়।