আজকাল প্রত্যেক যুবকই তার নিজেস্ব ক্যারিয়ার নিয়ে খুবই চিন্তিত। এমতাবস্থায় প্রত্যেকেই চান ভালো কোনো চাকরি পেতে। তবে জানা যাচ্ছে, সেনাবাহিনীতে নিয়োগে তরুণদের বড় সরো উপহার দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। যদি কারো স্বপ্ন থাকে দেশের সেবা করার এবং সেনাবাহিনীতে যোগ দেওয়ার, তাহলে অবশ্যই তার জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিবেদন।
খবর অনুযায়ী, সরকার দেশের সেনাবাহিনীতে নিয়োগ পরিকল্পনা পরিবর্তন করেছে। ঘোষণা করা হয়েছে ‘মিশন অগ্নিপথ’ (Agneepath scheme)। কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা এই প্রকল্পটি ভারতের যুব সমাজের ভবিষ্যতের কথা মাথায় রেখে বিশেষভাবে জারি করা হয়েছে। মিশন অগ্নিপথ প্রকল্পের অধীনে, ভারতীয় যুবকদের ৪ বছরের জন্য সেনাবাহিনীতে নিয়োগ করা হবে বলে জানা যাচ্ছে।
প্রতিরক্ষা মন্ত্রী ‘রাজনাথ সিং’ বলেছেন যে, দেশের নিরাপত্তা জোরদার করতে এই মিশন অগ্নিপথ প্রকল্প চালু করা হয়েছে। দেশের যুবকরা মিশন অগ্নিপথ প্রকল্পের অধীনে যেকোনো রেজিমেন্টের জন্য আবেদন করতে পারবে। এর পাশাপাশি রেজিমেন্টে জাতি, ধর্ম, অঞ্চল ইত্যাদি অনুযায়ী কোনো নিয়োগ নেই। এতে নিয়োগপ্রাপ্ত তরুণদের চার বছর পর পর্যালোচনা করা হবে।
সৈনিকরা যখন তাদের চাকরি ছেড়ে দেবে, তারা পরিষেবা তহবিল প্যাকেজও পাবে। এই স্কিমে কোনো পেনশন থাকবে না। আর এই মিশন অগ্নিপথ স্কিমে নিয়োগ করা সেনাদের ‘অগ্নিবীর’ বলা হবে। মিশন অগ্নিপথ প্রকল্পের অধীনে, সরকার অগ্নিবীরদের খুব ভাল বেতন দেবে জানা যাচ্ছে। এই চার বছরের চাকরির পরও তরুণরা ভবিষ্যতে আরও অনেক ভালো সুযোগ পাবে।
এই স্কিমে সাড়ে সতেরো থেকে ২১ বছর বয়সী যুবকরা আবেদন করতে পারবেন। এতে দশ সপ্তাহ থেকে ছয় মাস প্রশিক্ষণ দেওয়া হবে। এই স্কিমের বেতন সম্পর্কে বলতে গেলে, প্রতিরক্ষা মন্ত্রক রাজনাথ সিংয়ের মতে, এই মিশন অগ্নিপথ স্কিমে, যুবকরা প্রথম বছরে ৪.৭৬ লক্ষের বার্ষিক প্যাকেজ পাবেন। আর চতুর্থ বছর শেষে তা বেড়ে দাঁড়াবে ৬ লাখ ৯২ হাজার টাকা।