Skip to content

বিশ্বরেকর্ড তৈরি করল ন‍্যাশানাল হাইওয়ে অথরিটি, ৭৫ কিমি রাস্তা গড়ে তুলল মাত্র ১০৫ ঘন্টায়

    উন্নত প্রযুক্তির যুগে সমাজ আজ অনেক এগিয়ে। নগর উন্নয়ন এর ক্ষেত্র থেকে শুরু করে হাইওয়ে (High Way) তৈরীর কাজে প্রযুক্তিবিদ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। সম্প্রতি খবর পাওয়া যাচ্ছে, খুব কম সময়ে দ্রুত হাইওয়ে নির্মাণের কাজের জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছে ভারত। ৭৫ কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট ‘এন.এইচ ৫৩’ (NH 53), এই বিশাল রাস্তা নির্মাণ কাজ খুবই অল্প সময়ে সম্পন্ন করে নজির গড়লো ভারত।

    সুবিশাল এই রাস্তাটি বিটুমিনাস কংক্রিট দ্বারা তৈরি হয়েছে বলে জানা যাচ্ছে। মাত্র পাঁচ দিনের ব্যবধানে এই দীর্ঘ রাস্তাটি নির্মাণ করে অবাক করলো সবাইকে। খবর অনুযায়ী, এই সুবিশাল হাইওয়েটি অন্ধ্রপ্রদেশের অমরাবতী থেকে শুরু করে মহারাষ্ট্রের অকোলা পর্যন্ত বিস্তৃত। অমরাবতী থেকে অকোলা পর্যন্ত এই রাস্তাটি ইস্ট-ওয়েস্ট গোটা অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    এই হাইওয়ের কারণে কলকাতা, রায়পুর, নাগপুর এবং সুরাটের মতন রাজ্যগুলির সাথে যোগাযোগ স্থাপন অনেক সহজ হবে। এই ন্যাশনাল হাইওয়ে নির্মাণের জন্য প্রতিটি শ্রমিক ও ইঞ্জিনিয়াররা দিন রাত এক করে অক্লান্ত পরিশ্রম করেছেন। আর এই পরিশ্রমের ফল স্বরূপ, আজ এই হাইওয়েটি নাম নথিভূক্ত হয়েছে গিনেস ওয়ার্ল্ড-এ।

    কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী এ বিষয়ে সকল কর্মী ও ইঞ্জিনিয়ারদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এছাড়াও তিনি জানিয়েছেন, এটি খুব গর্বের মুহূর্ত। সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে তাদের এই নির্মাণকার্য। মাত্র ১০৫ ঘন্টা ৩৩ মিনিটের ব্যাবধানে তৈরী এই দীর্ঘ সিঙ্গেল নেন। যা প্রশংসায় আজ শীর্ষে। ‘দা ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া’র মুকুটে এ যেন এক সোনার পালক যুক্ত হল।