রেল (Rail) ভারতের ঐতিহ্যবাহী সম্পদ। বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক হিসেবে স্বীকৃত ভারতীয় রেল। ভারতের গণপরিবহনের অন্যতম মেরুদন্ডও বলা হয় রেল পরিষেবাকে (Indian Railway)। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এই পথ ধরেই নিজের গন্তব্যে পৌঁছে যান। কেউ যান নিজের কাজের জায়গায়, কেউ বা আবার ভ্রমণের উদ্দেশ্যে। যে কাজেই যাওয়া হোক না কেন, বর্তমান সময়ে সহজে, সস্তায় এবং দ্রুত পৌঁছানোর জন্য রেলপথ ভারতীয় জনগণের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
যাত্রীদের বিভিন্ন সুবিধার্থে প্রায়শই নানাধরনের নিয়ম বের করে ভারতীয় রেল (Indian railway)। যাত্রাপথে যাত্রীদের যাতে কোনরকম সমস্যা না হয় সেদিকে সদা তৎপর ভারতীয় রেল। একই রকম ভাবে বহু যুগ ধরে পরিষেবা দিয়ে চলেছে দেশের কোটি কোটি মানুষকে। উল্লেখ্য, এই রেল পরিষেবার মধ্যে একটা সময় বিশ্বের সবচেয়ে লম্বা বা দীর্ঘ প্ল্যাটফর্ম হিসাবে গণ্য করা হত পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশনকে (Kharagpur Station)।
১ হাজার ৭২ মিটার লম্বা এই স্টেশন বহুদিন ধরেই বিশ্বের সবচেয়ে লম্বা প্ল্যাটফর্ম হিসাবে পরিচিত পেয়েছিল। তবে বর্তমানে এই চিত্রে কিছুটা বদল ঘটেছে। জানা গিয়েছে, খড়গপুরের চেয়েও লম্বা প্ল্যাটফর্ম রয়েছে তাও ভারতেই। ১ হাজার ৩৬৬ মিটার লম্বা এই দীর্ঘ স্টেশনটি উত্তরপ্রদেশের ‘গোরক্ষপুর’ প্ল্যাটফর্ম। আর এই প্ল্যাটফর্মটিই বর্তমানে বিশ্বের ১ নম্বর স্থানে কিছুদিন থাকলেও, এখন সেই চিত্রেও বদল ঘটেছে।
বর্তমান সময়ে গোরক্ষপুর স্টেশনের প্ল্যাটফর্মকেও পেছনে ফেলে প্রথম স্থান দখল করেছে কর্ণাটকের “হুবলি” জংশন (Hubballi Junction)। ১ হাজার ৫০৫ মিটার লম্বা হুবলি স্টেশনের প্ল্যাটফর্ম হল সম্প্রতি সময়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম স্টেশনের প্ল্যাটফর্ম। আর এই স্টেশনের পরের স্থানের রয়েছে গোরক্ষপুর স্টেশন। বর্তমান সময়ে দীর্ঘতম স্টেশনের বিচারে চতুর্থ স্থানে এসে দাঁড়িয়েছে খড়গপুর।