Skip to content

প্রকৃতির মাঝে হলুদ ঢাকাই সঙ্গে বাঙালি লুকে ‘বরণ ডালা সাজা’ গানে অসাধারণ নাচ সুন্দরী যুবতীর, ভাইরাল ভিডিও

    img 20221021 233754

    স্যোশাল মিডিয়া মানেই ভাইরালের দুনিয়া। পাশাপাশি বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের কাছে স্যোশাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এই মাধ্যমের মধ্য দিয়ে তাঁরা একে অন্যের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি নিজেদের নানারকম কর্মকাণ্ডের ভিডিও তুলে ধরে নেটদুনিয়ায়। আর সেইসকল ভিডিও তুলে ধরার সবথেকে জনপ্রিয় মাধ্যম হল ইউটিউব (youtube)।

    এই ইউটিউবের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষজন নিজেদের প্রতিভা থেকে শুর করে, রোজকার কর্মকাণ্ড, এমনকি কিছু বিশেষ বিষয়ের ভিডিও শেয়ার করে থাকেন স্যোশাল মিডিয়ায়। আর সেইসকল ভিডিওর মধ্যে যদি কোন ভিডিও একবার কোন নেটিজনের মনে ধরে যায়, তাহলে তা ভাইরাল হতে বিন্দুমাত্র সময় লাগে না। আর বর্তমান সময়ে এই ইউটিউবের হাত ধরেই প্রচুর মানুষ নিজেদের রুজি রোজগারের পথও বেছে নিয়েছেন।

    সেরকমই সম্প্রতি ‘Bishakha Official’ নামের একটি ইউটিউব (youtube) অ্যাকাউন্ট থেকে বিশাখা বৈদ্য নামে একটি মেয়ের নাচের একটি ভিডিও ভাইরাল (viral video) হয়েছে স্যোশাল মিডিয়ায়। যেখানে বিশাখা নিজের ইউটিউব চ্যানেলকে নিজের প্রতিভা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসাবে বেছে নিয়েছে। আর সেখানে প্রায়শই বিভিন্ন নাচের ভিডিও পোস্ট করে থাকেন তিনি।

    এবারে তাঁকে দেখা গেল ‘অরুন্ধতি’ চলচ্চিত্র থেকে ‘বরণ ডালা সাজা’ গানে নৃত্য পরিবেশন করতে। এখানে সবুজ প্রকৃতির মাঝে হলুদ রঙের ঢাকাই শাড়ি পরিহিত অবস্থায় নিজের প্রতিভা প্রকাশ করতে দেখা গিয়েছে বিশাখাকে। হলুদ ঢাকাই শাড়ির সঙ্গে ছিল, মানানসই থ্রি কোয়াটার লাল রঙের ব্লাউজ, সেইসঙ্গে সিঁথিতে সিঁদুর এবং সোনালি গহনাতে তাঁকে বাঙালি বধূ হিসাবেই দেখতে লাগছিল। আর তাঁর এই পোশাক এবং সাজও ছিল গানের সঙ্গে একবারে পারফেক্ট।

    বিশাখার ইউটিউব (youtube) অ্যাকাউন্ট থেকে বেশকছুদিন আগে শেয়ার করা এই ভিডিওটি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়। ইতিমধ্যেই ১৯ লক্ষেরও বেশি মানুষ এই ভিডিও দেখে নিয়েছে। সেইসঙ্গে স্যোশাল মিডিয়ার নেটিজনরা অনেক প্রশংসাও করেছেন বিশাখার।

    Discover more from Entertainment News in Bengali, Latest Tollywood and Bollywood news in Bangla

    Subscribe now to keep reading and get access to the full archive.

    Continue reading