Skip to content

সৌন্দর্য্যের দিক থেকে হার মানবে কিয়ারাও, দেখুন সিদ্ধার্থের বৌদির মনভোলানো ছবি

    img 20230209 101636

    বিয়ের ক্ষেত্রে বলা হয়ে থাকে, এটা শুধুমাত্র দুজন মানুষের মধ্যে সম্পর্ক স্থাপন নয়। বিয়ে হল দুটো মানুষের পাশাপাশি দুটি পরিবার, দুটো সমাজের মধ্যেও মেলবন্ধন। তাই বিয়েতে শুধুমাত্র বর কনে হলেই হয় না, সেইসঙ্গে প্রয়োজন হয় তাদের আশেপাশের ও ঘনিষ্ঠ লোকজনকেও। সম্প্রতি সময়ে বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদভানিও (Kiara Advani) তাদের পরিবার এবং বন্ধুদের সাথে জয়সলমের সূর্যগড়ে তাদের বিয়ের অনুষ্ঠান করছেন।

    এই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারের সদস্যরা। এই ছবিতে বলি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার বাবা সুনীল মালহোত্রা, মা রীমা মালহোত্রা, ভাই হর্ষদ মালহোত্রা, বৌদি পূর্ণিমা মালহোত্রা এবং তাঁর ভাগ্নে অধীরাজ মালহোত্রা অর্থাৎ সমগ্র মালহোত্রা পরিবারকে একসঙ্গে দেখা যাচ্ছে।

    জানিয়ে রাখি, এনারা সকলেই দিল্লীতে থাকেন। প্রায় সময়ই পরিবারের সঙ্গে সময় কাটান এই বলি অভিনেতা। শুধু তাই নয়, সেইসঙ্গে পরিবারের সঙ্গে কাটানো নানান মুহূর্তের ছবি মাঝে মধ্যেই স্যোশাল মিডিয়ায় শেয়ার করেন সিদ্ধার্থ। সম্প্রতি পরিবারের সঙ্গে সমুদ্রে ছুটি কাটানোর ছবি শেয়ার করেন সিদ্ধার্থ।

    জানিয়ে রাখি, সিদ্ধার্থ মালহোত্রার বড় ভাই হর্ষদ মালহোত্রা একজন খুব বড় ব্যাঙ্কার। তাঁর স্ত্রী পূর্ণিমা একজন গৃহিণী এবং সমাজকর্মীও। সৌন্দর্য্যের দিক থেকে অনেক বলি অভিনেত্রীদের থেকেও অনেকখানি এগিয়ে পূর্ণিমা। তাঁদের ছেলে অধিরজের সঙ্গে সিদ্ধার্থর খুব সুন্দর একটা বন্ডিং রয়েছে। যার কারণে মাঝে মধ্যেই কাকার সঙ্গে জিমে যেতে দেখা যায় অধিরজকে। খুব শীঘ্রই এই হাসিখুশি পরিবারের সদস্য হতে চলেছেন বলি অভিনেত্রী কিয়ারা আডভানি।