Skip to content

অসাধারণ অভিনেতা হলেও সাদামাটা ভাবেই সুখী পঙ্কজ ত্রিপাঠী, সংসারের হাল রয়েছে শিক্ষিকা স্ত্রীর হাতে

    ‘গ্যাংস অব ওয়াসিপুর’ তারপর ‘মির্জাপুর’ ওয়েব সিরিজ দেখার পর থেকে দর্শক মহলে বেশ পরিচিত লাভ করেছেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে বেশ ভালোই জায়গা করে নিয়েছেন এই অভিনেতা।

    বিহারের একটি প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন এই অভিনেতা। প্রথম জীবনে থাকতেন আধপেটা খেয়ে। টিভি তো দুরস্তর, আর্থিক প্রতিপত্তি বা প্রাচুর্য্যই কোনদিন চোখে দেখেননি তিনি। ছোট থেকে অনেক দুঃখ, কষ্টের মধ্য দিয়ে লড়াই করে জীবনে দাঁড়িয়েছেন তিনি।

    জীবনের প্রথমভাগটা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অতিবাহিত হওয়ার পর, বর্তমানে অর্থ সম্পদের মুখ দেখলেও, এখনও সাদামাটা জীবন যাপন করেন এই অভিনেতা। অন্যদিকে অভিনেতার স্ত্রী পেশায় একজন শিক্ষিকা। আর বরাবরই সংসারের হাল ধরে এসেছেন অভিনেতার স্ত্রী।

    এক সাক্ষাৎকারে পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi) বলেন, ‘বিলাসবহুল বাড়ি কিংবা দামি গাড়ি কেনার জন্য, আমি কোনদিনই ঋণ নেব বলে তো মনে হয় না। কারণ, আমার মতে সুখী হওয়ার জন্য অতিরিক্ত অর্থের কোন প্রয়োজন নেই’। ২০০৪ সালে প্রথমে ‘রান’, তারপর একে একে ‘ওমকারা’, ‘রাবন’, ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘দাবাং-২’, ‘সিংহম রিটার্নস’, ‘স্ত্রী’, ‘লুডো’, ‘মিমি’র মত একাধিক ছবিতে নিজের অভিনয় দক্ষতা ফুটিয়ে তুলেছেন এই অভিনেতা।