Skip to content

ভারতের এমন গ্রাম যেখানে ঘরে ঘরে জন্ম নিচ্ছে যমজ সন্তান! কারণ খুঁজতে হিমশিম খেল বিজ্ঞানিরা

    রহস্যে ভরা এই পৃথিবীতে প্রতিদিনই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটে চলেছে। সেই সকল ঘটনার মধ্যে কিছু বিষয় আমাদের চক্ষু কর্ণের সামনে এসে যায়, আবার কিছু জিনিস মানুষের জানার আড়ালেই থেকে যায়। সেরকমই একটি বিষয় নিয়ে আজ আলোচনা করব, যা শুনে তাজ্জব বনে গিয়েছেন অনেকেই।

    যমজ সন্তান, কথাটা শুনলেই সাধারণের থেকে একটু হলেও আলাদা শোনায়। সাধারণত মানুষের ঘরে একটি করেই সন্তান জন্ম নিতে দেখা যায়। আর যমজ সন্তানও (Twin children) জন্ম নেয়, তবে খুবই কম। যদি কারো ঘরে যমজ সন্তানের জন্ম হয়, তাহলে সেই পরিবারের নাম অনেক দূর পর্যন্ত ছড়িয়ে যায়।

    তবে আপনারা অনেকেই হয়ত জানেন না, এই ভারতেই এমন কয়েকটি গ্রাম আছে, যেখানে ঘরে ঘরেই রয়েছে যমজ সন্তান। যেখানে সন্তান জন্ম নিলেই, একসঙ্গে দুজনের জন্ম হয়। অর্থাৎ একক সন্তান নয়, জন্ম হয় যমজ সন্তানের। একটি কেরল (kerala) এবং অপরটি উত্তরপ্রদেশে (uttarpradesh) অবস্থিত এই গ্রামগুলো।

    রিপোর্ট বলছে, সাধারণ ভাবে প্রতি ১০০০ টি শিশুর মধ্যে মাত্র ৬ টি যমজ শিশুর (Twin children) জন্ম হয়। কিন্তু কেরলের (kerala) কোডিনহি গ্রামে প্রতি ১০০০ টি শিশুর মধ্যে প্রায় ৪২ টিই যমজ শিশুর (Twin children) জন্ম হয়, যা সাধারণের থেকে সাত গুণ বেশি। তেমন ভাবেই উত্তরপ্রদেশের (uttarpradesh) উমরি গ্রামেও এই বিষয় লক্ষ্য করা যায়। যা কিছুটা অদ্ভুত হলেও, বাস্তব।

    এই বিষয়ে হায়দরাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই, মুম্বাই ইত্যাদি জায়গার বিশেষজ্ঞরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেও, এর কোন সঠিক কারণ তারা খুঁজে পাননি। জানা গিয়েছে, এই গ্রামে প্রায় আড়াইশ পরিবার বসবাস করেন। তবে শুনলে অবাক হবেন, শুধুমাত্র মানুষ নয়, এই গ্রামের প্রাণীরাও নাকি যমজ সন্তানের জন্ম দেয়।

    তবে প্রাথমিকভাবে বিজ্ঞানীদের ধারণা ছিল, এই গ্রামের খাবার, জল, হাওয়াতে কিছু বিশেষ বিষয় রয়েছে। কিন্তু ভালো ভাবে পরীক্ষা করার পর, তারাও এই বিষয়ে ব্যর্থ হয়েছেন। সবথেকে মজার বিষয়ে, গ্রামবাসীরাও এই যমজের সমস্যায় পড়ে একজনকে অপর জনের সঙ্গে গুলিয়ে ফেলেন। আর এই বিষয়টা নিয়ে বেশ মজাও করেন তারা।

    তবে কেরলের (kerala) কোডিনহি গ্রামের বাসিন্দারা মনে করেন, প্রায় ৭০ বছর আগে বছর ৬৫-র আবদুল হামিদ ও তার যমজ বোন কুনহি কাদিয়ার জন্ম হয়েছিল। আর তারপর থেকেই এই যমজ সন্তানের বিষয়টা হয়ে আসছে। আর গত দশ বছরে এই বিষয়টা বেড়ে গিয়েছে।