বলিউড মানেই আমরা জানি গ্ল্যামারের দুনিয়া। কিন্তু এই জগতে যেমন এক স্টারকে অপরের বন্ধু হতে দেখা যায়, ঠিক তেমন এমনও অনেক সময় হয়ে থাকে, যেখানে দেখা যায় এক অভিনেতার সঙ্গে অন্য অভিনেতার আদায় কাঁচকলায় সম্পর্ক রয়েছে। যার কারণে বহুবছর মুখ দেখাদেখি বন্ধ থাকে দুই তারকার মধ্যে। স্ক্রীন শেয়ার তো দূর, কোন অনুস্থানেও তাঁদের একসঙ্গে দেখা যায় না। এমন দুই তারকা হলেন বলিউডের কিং খান শাহরুখ খান (Shah Rukh Khan) এবং ধর্মেন্দ্র পুত্র সানি দেওল (Sunny Deol)।
১৯৯৩ সালে ‘ডর’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ খান (Shah Rukh Khan) এবং সানি দেওলকে। কিন্তু তারপর থেকে তাঁদের আর একসঙ্গে দেখা গেছে বলে কেউ জানেন না। শুধুমাত্র সিলভার স্ক্রীনই নয়, এক ইভেন্টেও বিটাউনের এই দুই তারকাকে একসঙ্গে দেখা যায় না। এতবছর হয়ে গেলেও, তাঁদের মধ্যেকার সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি বলেই খবর।
বিষয়টা হল, ‘ডর’ সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। কিন্তু যশ চোপড়ার এই ছবিতে পজেটিভ চরিত্রে অভিনয় করেও, সানি দেওলকে (Sunny Deol) কেন বেশি স্ক্রিন স্পেস দেওয়া হয়নি, এই নিয়ে সেইসময় দুই তারকার মধ্যে কিছুটা মনোমালিন্য তৈরি হয়। শোনা যায়, সেইসময় নাম না করেই সাহহরুখ খানকে অপমানও করেছিলেন সানি দেওল।
এখানেই শেষ নয়, পূর্বে বলিউডের তারকাদের দেখা যেত মোটা টাকার বিনিময়ে বিভিন্ন বিয়ে বাড়িতে নৃত্য পরিবেশন করতে। এই তালিকায় শাহরুখ খান (Shah Rukh Khan) থেকে শুরু করে অক্ষয় কুমার এমনকি রণবীর সিং-র নামও রয়েছে। কিন্তু এই বিষয়টিকে একেবারেই ভালো ভাবে দেখতেন না সানি দেওল (Sunny Deol)। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ে বাড়িতে অভিনেতারা নন, হিজড়ে বা নর্তকরা নাচ করেন। তবে বন্ধুর বিয়েতে নাচ করা অবধি ঠিক আছে, কিন্তু টাকার বিনিময়ে নাচ করাটা একেবারেই ঠিক নয়। আমার মতে নিজেদের গরিমা লঙ্ঘন করা উচিত নয় অভিনেতাদের’।