উন্নত প্রযুক্তির মাধ্যমে বর্তমান ভারত আজ ধীরে ধীরে ক্যাশ লেস হয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে অনলাইনের (Online) বিকল্প আর কিছু নেই। সময় বাঁচাতে ও ব্যাংকের সমস্যার হাত থেকে মুক্তি পেতে অনলাইন পেমেন্ট অ্যাপ (Application) গুলোর গুরুত্ব আজ অপরিসীম। অনলাইনে টাকা পাঠানোর প্রচলন সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে। এবং এর পাশাপাশি বৃদ্ধি পেয়েছে অনলাইন জ্বালিয়াতিও।
এক প্রান্ত থেকে আর এক প্রান্তে মুহূর্তের মধ্যে টাকা পাঠানোর জন্য অনলাইন অনেক ভিন্ন অ্যাপ ব্যবহার করা হয়ে থাকে। তবে তাদের মধ্যে অন্যতম অ্যাপটি হলো পেটিএম (Paytm)। তবে পেটিএম ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা জারি করা হচ্ছে। খবর অনুযায়ী জানা যাচ্ছে, ইতিমধ্যেই লাখ লাখ টাকার পেটিএম কেলেঙ্কারির ঘটনা ঘটছে গোটা দেশ জুড়ে।
সূত্রে খবর, লক্ষ লক্ষ টাকা প্রতারণার দায়ে এবং অনলাইন জালিয়াতির কারণে হায়দ্রাবাদ পুলিশ ৮ জন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন। তাদের কাছ থেকে জালিয়াতির প্রায় ৭৫ হাজার টাকা পাওয়া গেছে। অনলাইন পেমেন্ট এর ভুয়ো paytm অ্যাপ এর মাধ্যমে এই ব্যাক্তিরা প্রতারণা করে থাকেন। দোকান থেকে হাজার হাজার টাকার জিনিস ক্রয় করে ভুয়ো paytm অ্যাপসের মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ দেখিয়ে জালিয়াতি করে চম্পট দেয় এই জ্বালিয়াতরা।
এই ভুয়ো পেটিএম অ্যাপ থেকে কোন টাকা প্রদান না করেই, পেমেন্ট সম্পূর্ণ তথ্যটি দেখানো হয়। আদেও একাউন্ট থেকে কোন টাকা দেওয়া হয়না। মিথ্যে ও ভুয়ো পদ্ধতিতে জালিয়াতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা। দিনের পর দিন বেড়েই যাচ্ছে অনলাইন জালিয়াতি। তবে ব্যবহারকারীদের সতর্ক থাকা খুবই দরকার অনলাইন পেমেন্ট এর ক্ষেত্রে অবশ্যই একাউন্টে ব্যালেন্স ও ফোনের মেসেজ (SMS) অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন।