Skip to content

মহিলাদের জন্য রয়েছে বিশেষ সুবিধা! LIC-র এই পলিসিতে সুরক্ষার পাশাপাশি পাবেন লাভজনক রিটার্নও

  img 20220702 115657

  সকলেই নিজের জীবনে বড় হতে চায়। উপার্জিত অর্থ সকলেই কোন সঠিক খাতে নিরাপদে রাখতেই পছন্দ করে থাকেন। সেক্ষেত্রে সুরক্ষিত বিনিয়োগের পাশাপাশি লাভজনক রিটার্নের জন্য এলআইসিকেই (LIC) অনেকে পছন্দ করেন। যেখানে অর্থ রাখলে নিরাপদ থাকার পাশাপাশি পাওয়া যাবে লাভজনক রিটার্নও।

  সাধারণ মানুষের কথা ভেবে তাই বছরের বিভিন্ন সময়ে নানা রকম পলিসি নিয়ে হাজির হয় এলআইসি (LIC)। সেরকমই মানুষের সুবিধার্থে ২০২১ সালের ডিসেম্বরে ধন রেখা (LIC Dhan Rekha Policy) নামে একটি পলিসি নিয়ে এসেছে LIC। যেখানে একক এবং সীমিত প্রিমিয়াম এই দুই ধরনের পেমেন্ট বিকল্প রয়েছে। যার মধ্যে থেকে মানুষ সুবিধা মত নিজের পেমেন্ট পদ্ধতি বেছে নিতে পারবে।

  img 20220701 150635

  জানিয়ে রাখি, LIC-র এই স্কিমে মহিলাদের জন্য বিশেষ প্রিমিয়াম রেট এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের জন্য কিছু বিশেষ সুবিধাও দেওয়া হয়েছে। যার লাভ নিতে পারবেন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা।

  এই পলিসিটি হল মানি ব্যাক প্ল্যান (Money Back plan)। যেখানে অর্থ বিনিয়োগের পাশাপাশি মেয়াদ শেষে বোনাসও পাওয়া যাবে।

  এই পলিসির সুবিধা ৯০ দিনের শিশু থেকে শুরু করে ৮ বছর বয়সী বাচ্চা, এমনকি ৩৫ বছর থেকে ৫৫ বছরের ব্যক্তিরাও নিতে পারবেন।

  img 20220701 150752

  পলিসি শেষে প্রাপ্ত টাকা বাদ না দিয়ে সম্পূর্ণ বিমাকৃত গ্যারান্টিযুক্ত অর্থ প্রদান করা হয় গ্রাহকদের।

  এক্ষেত্রে পলিসির মেয়াদ শেষ হওয়ার আগে পলিসি গ্রহণকারীর মৃত্যু হলে, সেই পরিবারকে ধন রেখা স্কিমের অধীনে আর্থিক সাহায্য করা হয়। পলিসি চালু থাকা অবস্থায় কিছু হলে, বিমাকৃত রাশির একটি নির্দিষ্ট অংশ নির্দিষ্ট সময়ের ব্যবধানে ‘সারভাইভাল’ লাভ হিসেবে দেওয়া হবে।

  এই অর্থ একবারে কিংবা ৫ বছরের কিস্তিতে নিতে পারবে সেই পরিবার। বছরের হিসাবে নিলে ৫০০০০ টাকা করে নিতে পারবে সেই পরিবার। আবার অর্ধবার্ষিক ভিত্তিতে ২৫০০০ টাকা, ত্রৈমাসিক ভিত্তিতে ১৫০০০ টাকা, মাসিক ভিত্তিতে ৫০০০ টাকা কিস্তি হিসাব নিতে পারবে সেই পরিবার।