পেরিয়ে গেছে বেশ কয়েকটি বছর কিন্তু বড় পর্দায় দেখে মেলেনি অভিনেত্রী “ইলিয়ানা ডিক্রুজে”র। একটা সময় দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও একচেটিয়া কাজ করেছেন অভিনেত্রী। তার অভিনয় দিয়ে দর্শকদের হৃদয়ে আলাদা জায়গা তৈরি করেছিলেন। সামাজিক মাধ্যমেও খুবই সক্রিয় অভিনেত্রী ইলিয়ানা। তবে হটাৎ অসুস্থ হয়ে পরেন এই অভিনেত্রী। বর্তমানে তিনি হাসাপাতালে ভর্তি এবং স্যালাইন চলছে অভিনেত্রীর।
অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ গত রবিবার (30 শে জানুয়ারী) ইনস্টাগ্রামের স্টোরিতে তার অসুস্থতার ছবিগুলি শেয়ার করেছিলেন। তাকে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় শুয়ে এবং স্যালাইন চলা অবস্থায়। পোস্টের মাধ্যমে তিনি প্রকাশ করেছিলেন যে তাকে তিন ব্যাগ IV তরল নিতে হয়েছিল। ডিহাইড্রেশন প্রতিরোধ বা চিকিত্সা করার জন্য একটি শিরাতে ইনজেকশনও দেওয়া হয়েছে তাকে।
হাসপাতালের বিছানায় শুয়ে ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন ইলিয়ানা, এবং লিখেছেন, ‘গত কয়েকদিনে যারা আমার অসুস্থতার খবর নিয়েছেন, আমার স্বাস্থ্যের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করছেন, সকলকে আন্তরিক ভাবে ধন্যবাদ। আপাতত আমি ভালো আছি। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেয়েছি’।
খবর অনুযায়ী, ২০১৭ সালে ইলিয়ানা বডি ডিসমরফিক ডিসঅর্ডারে ভুগেছিলেন। অভিনেত্রী প্রকাশ করেছিলেন যে, তিনি আত্মহত্যার দ্বারপ্রান্তে ছিলেন, কারণ বডি ডিসমরফিক ডিসঅর্ডারে আক্রান্ত তিনি। এই রোগ প্রসঙ্গে অভিনেত্রী তখন জানিয়েছিলেন, ‘বডি ডিসমরফিয়া তে একটাই সমস্যা, আপনি যে প্রকৃতির হোন না কেন, আপনি সর্বদা নিজের দোষ খুঁজে বেরোবেন’।