Skip to content

৫০ এও যেন ২০-র মত জের্ল্লা! কোরিয়ানদের মত সুন্দর এবং টানটান ত্বক পেতে চাইলে মেনে চলুন এই ৭ টি টিপস

    img 20220830 132158

    সুন্দর ত্বক (skin) পেতে কে না চায়? সকলেই চান সুন্দর কোমল ত্বকের অধিকারী হতে। বিশেষত অল্প বয়সী মেয়েদের মধ্যে কোমল এবং সুন্দর ত্বক পাওয়ার চাহিদাটা অনেক বেশি। তাঁরা এই কারণে বিভিন্ন রকম ক্রিম, ময়েশ্চারাইজার, প্যাক, এমনকি পার্লারও যেতে থাকেন। আর সুন্দর ত্বকের দৌড়ে বেশ অনেকটাই এগিয়ে রয়েছে কোরিয়ানরা (korean)। তাঁদের ত্বক দেখে যে কেউ হিংসে করবেন।

    তবে কি জানেন কোনও বিউটি প্রোডাক্ট বা রাসায়নিক নয়, একেবারেই ঘরোয়া কিছু জিনিস ব্যবহার করেই এত সুন্দর কোমল এবং টানটান ত্বকের অধিকারী এই কোরিয়ানরা। রইল টিপস-

    img 20220830 132702

    পান্তা ভাতের জল- কোরিয়ানদের (korean) সুন্দর ত্বকের বিশেষ রহস্য হল পান্তা ভাতের জল বা গেঁজানো চালের জল। চাল সিদ্ধ করে নিয়ে সেই জল ফারমেনটেশনের জন্য ২-৩ দিন রেখে দিয়ে সেই জল মুখে মাখেন কোরিয়ানরা। আপনিও চাইলে এই প্রক্রিয়া ব্যবহার করে দেখতে পারেন।

    img 20220830 132650

    ময়শ্চারাইজার ব্যবহার করার বিশেষ ধরণ- আঙুলের ডগায় প্রথমে ময়শ্চারাইজার নিয়ে সেটিকে গালে লাগিয়ে উপর থেকে নীচের দিকে টেনে টেনে মাসাজ করেন কোরিয়ানরা (korean)। চাইলে আপনিও এই পদ্ধতি প্রয়োগ করতে পারেন।

    img 20220830 132838

    মধু- সকালে অল্প গরম জলে মধু মিশিয়ে পান করেন কোরিয়ানরা। যা ত্বকের ভিতর থেকে কাজ করে এবং ত্বক উজ্জ্বল হয়।

    img 20220830 132727

    গ্রিন টি- এক কাপ গরম জলে গ্রিন টি দিয়ে সেটি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে মুখে মাখলে কোরিয়ানদের মত টানটান এবং পরিস্কার ত্বক পাবেন আপনিও।

    img 20220830 132712

    গরম জলে ভেজানো তোয়ালে- গরম জলে তোয়ালে ভিজিয়ে নিয়ে সেটিকে চেপে জল বার করে ভেজা তোয়ালে মুখের উপর রাখুন। এর ফলে মৃত কোষগুলি ত্বক থেকে খসে গিয়ে ত্বকে নানা ধরনের সংক্রমণের আশঙ্কা কমিয়ে ত্বককে সুন্দর কর তুলবে।

    img 20220830 132638

    বরফে জমানো দুধ- কাঁচা দুধ ফ্রিজে রেখে জমিয়ে সেটা মুখে মাখুন। দেখবেন আপনার ত্বক অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এবং ত্বকে তেলের মাত্রা অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে।

    img 20220830 132743

    চাল গুঁড়ো- চালের গুঁড়ো এবং অ্যালো ভেরা জেল মিশিয়ে পেস্ট তৈরি করে মুখে ২০ মিনিট মাখিয়ে রাখতে হবে। তারপর সাধারণ তাপমাত্রার জল দিয়ে মুখ ধুলেই আপনার ত্বক যে পরিস্কার হচ্ছে তা বুঝতে পারবেন।