আমাদের মধ্যে এমন অনেকে মানুষই রয়েছেন, যারা দেশ বিদেশের নোট (note), এমনকি ভারতের পুরোনো নোট কয়েক জমিয়ে রাখতে পছন্দ করেন। হাতে কোন পুরোন টাকা এলেই, কিংবা কারো মাধ্যমে পেলে, কিংবা অনেক সময় বাপ-ঠাকুরদার আমলের টাকাও অনেকে যত্ন সহকারে রেখে দেন। তবে কি জানেন, অনেক সময় এই পুরোনো টাকা বিক্রি করে আপনি হয়ে যেতে পারেন কোটি টাকার মালিক।
তবে এই পুরোন নোট (note) বিক্রির ক্ষেত্রে বেশ কিছু সাংকেতিক চিহ্নের প্রয়োজন। যেমনটা গ্রাহক চাইবেন, তেমনটা আপনার কাছে থাকলে, আপনি সেই নোট বিক্রি করে অনেক টাকা উপার্জন করে নিতে পারবেন। তেমনই এবারে জানা গিয়েছে ৫০ টাকার নোট (50 rs notes) থাকলেই, যা বিক্রি করে আপনি পেয়ে যাবেন লক্ষাধিক টাকা। বাইরে কোথাও যাওয়ার কোন প্রয়োজন নেই, আপনি ঘরে বসেই তা বিক্রি করতে পারবেন। তবে সেক্ষেত্রে কিছু শর্তাবলিও রয়েছে।
আপনার কাছে থাকা ৫০ টাকার নোটের (50 rs notes) নম্বরের মধ্যে দেখতে হবে শেষের তিনটে অঙ্ক 786 আছে কিনা। যদি এই সিরিজের নোট আপনার কাছে থাকে, তাহলে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন। কারণ, মুসলিম ধর্মের মানুষেরা এই সংখ্যা যুক্ত নোটগুলোকে খুবই ভাগ্যবান বলে মনে করে। আর নিজেদের কাছে এই সংখ্যার নোট রাখা নিরাপদ বলে মনে করে। সেই কারণে এই ধরনের সংখ্যা যুক্ত নোট কারো কাছে পেলে, মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিরা সেই নোটটিকে বেশ মোটা টাকা দিয়ে কিনে নেয়। জানিয়ে রাখি, অনলাইনে এই ধরনের ৫০ টাকার নোটের (50 rs notes) মূল্য প্রায় ৩ লক্ষ টাকা।
আপনার কাছে যদি এই সংখ্যার নোট থেকে থাকে, তাহলে আপনি Coinbazaar.in, OLX, eBay, IndiaMart, Quikr এই জাতীয় ওয়েবসাইটে গিয়ে সেই নোটটিকে (note) বিক্রি করতে পারেন। বিক্রির জন্য প্রথমে আপনাকে এইসকল ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর সেখানে নোটটির ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে নিজের ডিটেইলস আপলোড করতে হবে। তারপর সেখান থেকে দেখে যে ব্যক্তি ওই নোটটি কিনতে চাইবেন, তিনি আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে নেবেন।