বলিউড ইন্ডাস্ট্রির কিং “শাহরুখ খান” (Sharukh Khan) যাকে নিয়ে আলাদা করে কিছু বলার অপেক্ষা রাখে না। ইন্ডাস্ট্রিতে তার স্থান সবচেয়ে উঁচুতে। চলচ্চিত্র জীবনে বহু সুপার হিট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেতা। তবে বিগত দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে বিশেষ কোন প্রভাব ফেলতে পারেনি শাহরুখ। সম্প্রতি সময়ে বলিউড ইন্ডাস্ট্রি প্রায় ধরাসাহী। বড় বাজেটের একাধিক ছবি বক্স অফিসে ফ্লপ প্রমাণিত হয়েছে।
বাস্তব জীবনে অত্যন্ত বিলাসবহুল জীবন যাপন করেনশাহরুখ খান। তার নামি কম্পানির দামি গাড়ির পাশাপাশি স্বপ্নের বিল্ডিংও রয়েছে ‘মন্নত’। যা মুম্বাইয়ের সবথেকে বিলাসবহুল প্রাসাদের মধ্যে একটি। তবে বর্তমান সময়ে একাধিক ছবি ফ্লপের কারণে কটাক্ষ করে অনেকে বলেছেন যে এবার পাঠান ছবি যদি ফ্লপ হয়, তবে তার স্বপ্নের প্রাসাদ মন্নত বিক্রি করে দিতে হবে। যদিও এমন মন্তব্য শোনার পর কিং খানের পক্ষ থেকে বেশ জোরালো প্রতিক্রিয়া পাওয়া গেছে।
এর মধ্যে কিছু পোস্ট ইদানীং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। শাহরুখের অ্যাকাউন্টে গিয়ে দেখা যায়, তিনি এমন কিছু পোস্ট করেননি। এমন কোনো পোস্ট করেননি শাহরুখ। উল্টো তার ছেলে আরিয়ান জেল থেকে ছাড়া পাওয়ার ৪ মাস পর ‘পাঠান’ ছবির টিজার পোস্ট করেছেন। তিনি বলেন, আমি একটু দেরিতে এসেছি, কিন্তু এবার পুরোপুরি পস্তুতি নিয়ে এসেছি।
শাহরুখ খানের সিনেমা ‘জিরো’ ২০১৬ সালে মুক্তি পায়। সেই ছবিতে কিং খানের সঙ্গে ছিলেন আনুশকা শর্মা এবং ক্যাটরিনা কাইফ। উত্তেজনার পারদ আকাশ ছোঁয়া হলেও মুখ থুবড়ে পড়েছিল ছবি। এরপর ৪ বছর চুপ ছিলেন শাহরুখ। কোনো ছবিতে কাজ করেননি তিনি। ভক্তরা ভাবতে লাগলেন কিং কি রুপালি পর্দা ছেড়েছেন! কিন্তু না. নিজেকে একটু গুছিয়ে নিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন করতে চেয়েছিলেন এই মহান অভিনেতা।
পাঠান’ ফ্লপ হলে কি সর্বনাশ হবে শাহরুখ খান? শাহরুখের মানত কি বিক্রি হবে? পাঠানের মুক্তির তারিখ যতই ঘনিয়ে আসছে, সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট ভাইরাল হচ্ছে। তাই এই ট্রল দেখে কিছুতেই চুপ থাকতে পারলেন না শাহরুখ। এর পরিবর্তে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন অভিনেতা।