Skip to content

সারারাত মোবাইল চার্জ দিলে কিংবা টিভি শুধুমাত্র রিমোট থেকে বন্ধ করলে দিতে হবে অতিরিক্ত ১২ হাজার টাকার বিল!

    img 20220616 192135

    বর্তমান প্রজন্মের কাছে টিভি (tv), মোবাইল (mobile) খুবই গুরুত্বপূর্ণ মাধ্যম। একদিনও টিভি (tv) কিংবা মোবাইল ছাড়া তাঁদের চলে না। আর মোবাইলের (mobile) সঙ্গে যেমন চার্জার একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনই টিভির সঙ্গে রিমোটও একটি কার্যকরী বিষয়।

    তবে আপনি কি জানেন, আপনি যদি সারারাত মোবাইল (mobile) চার্জে দিয়ে রাখেন, কিংবা টিভি (tv) শুধুমাত্র রিমোট থেকেই বন্ধ করে রেখে দেন, তাহলে প্রতি বছরে আপনি প্রায় ১২০০০ টাকা অতিরক্ত খরচ করছেন। শুনতে অবাক লাগলে, বাস্তবটা কিন্তু এমনই। আপনার থেকে বেরিয়ে যাওয়া এই অর্থ থেকেই অন্যদিকে লাভবান হচ্ছে বিদ্যুৎ বিভাগ।

    img 20220616 192041

    সম্প্রতি যুক্তরাজ্যের একটি প্রধান শক্তি সংস্থা ব্রিটিশ গ্যাসের সহযোগী সেন্ট্রিকা এই বিষয়ে একটি গবেষোণা করেছে। তাঁদের রিপোর্ট বলছে, স্ট্যান্ডবাই মোডে থাকলেও অনেক পণ্য অল্প অল্প করে শক্তি চুষে নেয়। আর তাঁর জন্য কোন ব্যক্তিকে একবছরে প্রায় ১১৯৭১ টাকা অতিরিক্ত বিদ্যুতের বিল দিতে হচ্ছে। এই কোম্পানি এই ধরনের ডিভাইসের নাম দিয়েছে ভ্যাম্পায়ার ডিভাইস।

    এমন অনেকেই আছেন, যারা টিভি দেখার পর শুধুমাত্র রিমোট থেকেই টিভি বন্ধ করে ঘুমিয়ে পড়েন। কিন্তু দেখবেন টিভি চালু হলে সবুজ আলো জ্বলে, আর শুধুমাত্র রিমোট দিয়ে বন্ধ করার পর লাল আলো জ্বলতে থাকে। এই বিষয়টাকেই স্ট্যান্ডবাই মোড বলা হচ্ছে। আর এই লাল বাতিটাই আপনার বিদ্যুতের বিল বাড়িয়ে দিচ্ছে। সমীক্ষায় ধরা পড়েছে, এই ধরনের ১৩ টি ডিভাইস রয়েছে। যার মধ্যে পড়ছে ওয়াই-ফাই রাউটার, এলইডি টিভি, ডিশ টিভি সেট টপ বক্স, মাইক্রোওয়েভ এবং গেমিং কনসোল, মোবাইল, ল্যাপটপ, স্মার্ট স্পিকার থেকে শুরু করে অটোমেশন ডিভাইস প্রভৃতি।

    img 20220616 192154

    তাই কাজ শেষে যদি ব্যবহৃত ডিভাইসটি সঠিক ভাবে বন্ধ রাখা যায়, তাহলে একদিকে যেমন বিদ্যুতের বিল কম আসবে, তেমনই আপনার সেই ডিভাইসটিও ভালো থাকবে। তাই টিভি, মোবাইল, ল্যাপটপ ইত্যাদি ডিভাইসগুলো কাজের পর সঠিক ভাবে বন্ধ রাখুন।